E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীনগরে কবরস্থানের রাস্তার দাবিতে মানববন্ধন

২০২৩ জুলাই ২২ ১৫:৫৯:৫৫
শ্রীনগরে কবরস্থানের রাস্তার দাবিতে মানববন্ধন

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগরে কবরস্থানের রাস্তা নিয়ে কমিটির সভাপতির স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। গতকাল শুক্রবার বাদ জুম্মা উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের প্রাণীমন্ডল গ্রামের মাদানী নগর কবরস্থানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৩ শতাধিক শতাধিক মুসল্লি মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানায়, প্রাণীমন্ডলের শেখ হযরত আলী ২০১৪ সালে নিজে ১২ শতাংশ জমি কবরস্থানের নামে ওয়াকফ রেজিস্ট্রি করে দেয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে তাকে সভাপতি রেখে পরিচালনা কমিটি গঠন করে। গ্রামবাসী এতোদিন মসজিদের জায়গা ব্যবহার করে কবরস্থানে যাতায়াত করতো। মসজিদের জায়গা ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হলে গ্রামবাসী কবরস্থানের পরিধি বাড়ানোর জন্য কবরস্থানের সাথে সংযুক্ত ৪০ শতাংশ জমি ও ১ শতাংশ জমি রাস্তার জন্য ক্রয় করার প্রস্তাব করে। এতে সবাই একমত হয়ে প্রায় ৪০ লাখ টাকা সংগ্রহ করে ৪০ শতাংশ জমি কবরস্থানের নামে ক্রয় করে। কিন্তু সভাপতি শেখ হযরত আলী চতুরতার আশ্রয় নিয়ে রাস্তার ১ শতাংশ জমি নিজের ছেলের নামে রেজিস্ট্রি করে নেয়। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী স্থানীয় জন প্রতিনিধিদের দ্বারস্ত হয়। কিন্তু হযরত আলী জনপ্রতিনিধিদের কথা দিয়ে কথা রাখেনি।

মাদানী নগর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক শেখ মো. ফারুক বলেন, কমিটির সভাপতি হয়ে এমন কাজ করবে তা আমাদের ভাবনায়ও আসেনি। সে যদি রাস্তার জায়গা নিজের ছেলের নামেই রেজিস্ট্রি করে নিবে তাহলে এতো টাকা ব্যয়ে ৪০ শতাংশ জমি ক্রয় করার কোন মানে ছিলনা।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য হযরত আলীকে ফোন করা হলে তার ছেলে সোহেল ফোন ধরে বলেন, ওই জমি তাদের নামে রেজিস্ট্রি করা। তাই মানববনন্ধনের দাবী সঠিক নয়।

(এআই/এসপি/জুলাই ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test