E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার

২০২৩ আগস্ট ২২ ১৮:৫০:৫১
মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার

জেলা প্রতিনিধি, মাগুরা : মাগুরায় সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনারের আয়োজন করে এডাব মাগুরা জেলা শাখা।

সেমিনারে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: তারিফ-উল-হাসান। সেমিনারে মুল ধারণাপত্র পাঠ করেন এডাব জেলা শাখার সহ-সভাপতি শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসাডো’র নির্বাহী পরিচালক আবু ইমাম মো: বাকের।

বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারি পরিচালক মুহাম্মদ বজলুর রশিদ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার দারুল ইসলাম,সদও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাম মোন কুন্ডু প্রমুখ।

তাছাড়া জেলার এনজিওদের মান উন্নয়ন, অগ্রগতি ও বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনায় অংশ নেন জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, ডা: তাসুকুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ।

সেমিনারে জানানো হয়, বর্তমানে দেশের নাগরিক সমাজের মধ্যে সবচেয়ে সক্রিয়, সংগঠিত কর্মতৎপরতার অংশটি হচ্ছে এনজিও কার্যক্রম। তারা নানা বাধা বিপত্তির মধ্য দিয়েও জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে এবং টেকসই ইন্নয় অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এনজিওসমূহ তাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখছে। প্রাকৃতিক ও মানবিক যে কোন প্রকার বিপর্যয়ে এনজিও সমূহের তাৎপর্য ভূমিকার ফলে বাংলাদেশের এনজিওরা দেশে-বিদেশে একটি শক্তিশালি সেক্টর হিসেবে সমাদৃত হয়ে আসছে।

সেমিনারে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,সদরের ৮টি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান, প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

(এম/এসপি/আগস্ট ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test