E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সর্বজনীন পেনশন অবহিতকরণ নিয়ে রানীসংকৈলে বিশেষ সভা

২০২৩ আগস্ট ২৮ ১৯:৪২:০৬
সর্বজনীন পেনশন অবহিতকরণ নিয়ে রানীসংকৈলে বিশেষ সভা

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : রাণীশংকৈল উপজেলায় সর্বজনীন পেনশন (স্কিম) অবহিতকরণ ও বাস্তবায়ন সম্পর্কিত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে সরকার সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করেছে। আপাতত চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য ৪ ধরনের পেনশন কর্মসূচি চালু করা হয়েছে। এগুলোর নাম হচ্ছে প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ এবং দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’ এই ৪ কর্মসূচি নিয়ে অবহিতকরণসহ উদ্বুদ্ধকরণ এবং সর্বোপরি এই সর্বজনীন পেনশন স্কিমে ভবিষ্যতের কথা চিন্তা করে সকলকে এ পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হবার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, সোনালী ব্যাংক ম্যানেজার আব্দুর জব্বার, অধ্যক্ষ মোহাদেব বসাক ও হেলালউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যানবৃন্দ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

(এই/এএস/আগস্ট ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test