E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গজারিয়ায় সাব রেজিস্ট্রি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

২০২৩ আগস্ট ৩০ ১৬:২৭:২৫
গজারিয়ায় সাব রেজিস্ট্রি অফিস স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

নবারুণ দাশগুপ্ত, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় সাব রেজিস্ট্রি অফিস উপজেলা পরিষদের কম্পাউন্ড থেকে স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দলিল লেখক সমিতি এবং স্থানীয় এলাকাবাসী। 

গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় সাব রেজিস্ট্রি অফিসের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, দলিল লেখক ওবায়দুল ইসলাম, রহমত উল্লাহ, হাফেজ আহমদ, মমিনুর রহমান, আব্দুল আজিজ, হুমায়ূন মোল্লা প্রমূখ।

এ সময়ে তারা বলেন, গজারিয়া সাব- রেজিস্ট্রি ভবন জরাজীর্ণ হওয়ায় সম্প্রতি গণপূর্ত অধিদপ্তর ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এখানে ৬০ হাজারের মতো দলিল এবং ১০০০ এর মতো বালাম বই সংরক্ষিত রয়েছে। এই স্থানটি অত্যন্ত সুরক্ষিত উপজেলা পরিষদের কম্পাউন্ডে ভেতরে। গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটির সাথে সরাসরি সড়ক যোগাযোগ আছে সাব রেজিস্ট্র অফিসের। আর্থিক লেনদেনের জন্য ভবনের সামনে রয়েছে একাধিক ব্যাংকের শাখা। তবে সম্প্রতি
স্থানীয় একটি পক্ষ নিজেদের সুবিধার জন্য ফুলদী নদীর ওপার গজারিয়া সোনালী মার্কেট এলাকায় সাব রেজিস্ট্রি অফিস স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। জমি ক্রেতা-বিক্রেতা এবং দলিল লেখকদের নিরাপত্তার কথা চিন্তা সাব রেজিস্ট্রি অফিস উপজেলা কম্পাউন্ডের বাহিরে যাতে স্থানান্তর না করা হয় সেই দাবি জানান তারা। আপাতত উপজেলা কম্পাউন্ডের ভেতরে একটি ভবনে সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম চালানোর অনুমতি দিতে দাবি করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তার একটি স্মারকলিপি প্রদান করেন।

(এনডি/এসপি/আগস্ট ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test