E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৮:০৪:৪৮
সুবর্ণচরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার এর সাথে উপজেলার সকল স্তরের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) অশোক বিক্রম চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্তকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু জাহের, সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আব্দুর রব, জেলা পরিষদ সদস্য আতিক উল্যাহ সুজন, চরজব্বর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক সাইফুল ইসলাম সুমন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব হোসাইন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আলী আক্কাস, সিফাতুর রহমান, সাংবাদিক আব্দুল বারী বাবলু, আরিফুর রহমান, ইমাম উদ্দিন সুমন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এলজিইডি কর্তকর্তা মোঃ শাহজালাল, কৃষি কর্তকর্তা হারুন অর রশিদ, প্রাণী সম্পদ কর্তকর্তা ফখরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম, নির্বাচন কর্তকর্তা নুসরাত জাহান, ১ নং চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক, চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, চরজুবলী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল্যাহ খসরু, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীসহ সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সহ বিভিন্ন প্রতিষ্টান প্রধানসহ ও ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সুবর্ণচরের দক্ষিনের সীমানা মেঘনার মরা খাল দখল মুক্ত করে পুন: খননের মাধ্যমে সেচ সংকট সমাধান করা যেতে পারে। বিনোদন কেন্দ্র, মাদক নির্মুল এবং প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল নিশ্চিত করার, সকড় দূর্ঘটনা কমিয়ে আনতে অবৈধ যান চলাচলসহ সুবর্ণচরের সার্বিক সমস্যা, সম্বাবনা সহ নানা বিষয়ে আলোচনা তুলে ধরা হয়।

এ সময় ইউএনও বলেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করবো এবং এসময় তিনি জনমুখী সেবা দেওয়া ও সুবর্ণচরকে একটি মডেল উপজেলায় রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ইউএনও আল আমিন সরকার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, চরজব্বার থানাসহ সকল শ্রেণী পেশা মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test