E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৪:০৪:২৩
সুবর্ণচরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে "পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার" স্লোগানে নানা আয়োজনে পালন করেছে জাতীয় সাক্ষরতা দিবস ২০২৩।

৮ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মোবারক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, এলজিইডি কর্তকর্তা মোঃ শাহজালাল, কৃষি কর্তকর্তা হারুন অর রশিদ, প্রাণী সম্পদ কর্তকর্তা ফখরুল ইসলাম,
সমাজ সেবা কর্মকর্তা নুর নবী, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা: রিয়াদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মহিতুল ইসলাম, দক্ষিন চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনসহ উপজেলা কর্তকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার বলেন, শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই, বর্তমান সরকার দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় তৈরী করে দিয়েছেন যা নজির বিহীন, পরিবর্তনশীল শান্তিপ্রিয় সমাজ গঠনে সাক্ষরতার প্রসার স্লোগানকে আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে হবে।

(আইইউএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test