E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে মাতৃ মৃত্যু কমানোর লক্ষ্যে সচেতনতামূলক সভা

২০২৩ অক্টোবর ০৯ ১৮:০২:২৬
কালিয়াকৈরে মাতৃ মৃত্যু কমানোর লক্ষ্যে সচেতনতামূলক সভা

ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে প্রাতিষ্ঠানিক ডেলিভারি, প্রসব পরবর্তী রক্তক্ষরণে মিশো প্রোস্টল ট্যাবলেট ব্যবহার ও মাতৃ মৃত্যু কমানোর লক্ষ্যে সচেতনতা মূলক নাটিকা, গান আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুর বারোটায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে পার্টনার ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট (পিপিডি) এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এ অনুষ্ঠান আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরুন্নেসা সিদ্দিকী, (উপপরিচালক, গাজীপুর জেলা) আরো উপস্থিত ছিলেন ডা: আজিজুল ইসলাম, সহকারী পরিচালক - ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন ফৌজিয়া আজমল, সহকারী পরিচালক - ফ্যামিলি প্ল্যানিং সভাপতিত্ব করেন ডা: আফরিনা আজমল- মেডিকেল অফিসার (MCH- FP), কালিয়াকৈর।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ডা: আজাদী ইয়াসমিন - মেডিকেল অফিসার (MCH- FP), কালিয়াকৈর
এস এম মসীহ্ - উপজেলা চেয়ারম্যান পরিকল্পনা কর্মকর্তা, কালিয়াকৈর এস এস সি এফ প্রজেক্টর কনসালটেন্ট ফাহিম ইসলাম সৌরভ প্রমুখ ব্যক্তি বর্গ।

(আইএস/এসপি/অক্টোবর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test