E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ

২০২৩ অক্টোবর ১২ ১৩:৪৬:২৩
কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হাঁস বিতরণ

ইন্দ্রজিৎ সাহা, কালিয়াকৈর : কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে হাঁস বিতরন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ২৫৭ টি পরিবারের মধ্যে হাঁস বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়া আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম সরকার, বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআফজাল হোসেন খাঁন, অনুষ্ঠানের সঞ্চালনা করেন,উপজেলা ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ডাঃ মোঃ সাইদুর রহমান। পরে ২৫৭ টি পরিবারকে ২০ টি করে হাঁস মোট ৫১৪০ টি হাঁস বিতরণ করেন, সাথে ১টি করে ভিটামিন, ১টি করে এন্টিবায়োটিক, ১টি করে জীবানুনাশক, প্রত্যেক পরিবারকে হাঁসের সাথে প্রদান করা হয়।

(আইএস/এএস/অক্টোবর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test