E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

২০২৩ অক্টোবর ১৭ ১৯:০৫:০৯
কাশিমপুর কারাগারে দুই কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু হয়েছে। দু’জনই কারাগারে পৃথক সময়ে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে সোমবার রাতে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

নিহত নজরুল ইসলাম ফরাজী বাগেরহাটের মোড়লগঞ্জ থানার দানসাগর গ্রামের ওয়াজেদ আলী ফরাজীর ছেলে কারাগারে তার কয়েদি নং ছিলো- ৭৪৮২/এ এবং আকরাম হোসেন ময়মনসিংহের কোতয়ালি থানার মির্জাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে তার কয়েদি নং ছিলো-৩৮১৮/এ।

কাশিমপুর কারাগার সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ফরাজী সাভার থানার একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে (পার্ট-২)তে তিনি প্রায় ২০ বছর ধরে বন্দী ছিলেন। রোববার মধ্যরাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই রাতেই তাকে কারারক্ষীদের প্রহরাধীনে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে রাখা হয়। সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে আকরাম হোসেন নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন। তিনি সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে একই হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, নিহত নজরুল ইসলাম ফরাজীর কারাগারে কয়েদি নং ছিলো- ৭৪৮২/এ এবং আকরাম হোসেন কয়েদি নং ছিলো-৩৮১৮/এ। নিহতদের স্বজনদের খবর দিয়ে নিয়ে এসে লাশের ময়না তদন্ত এবং কারাবিধি শেষে লাশ হস্তান্তর করা হয়।

(এস/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test