E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ইমাম-খতিবরা ফারুক চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চান

২০২৩ অক্টোবর ২৮ ১৭:১৬:৫৫
জামালপুরে ইমাম-খতিবরা ফারুক চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চান

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর (৫) আসনে এমপি হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরীকে দেখতে চান সদর উপজেলার প্রায় ১৫শ' মসজিদের ইমাম ও খতিবরা। এক আলোচনা সভায় তাঁরা এ প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার (২৮ অক্টোবর) সকালে শহরের মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইমাম ও খতিবরা এ প্রত্যাশা করেন।

এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ফারুক আহাম্মেদ চৌধুরী।

মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে ও মাওলানা মাসউদ হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জিএসএম মিজানুর রহমান, সোহরাব হোসেন বাবুল, মির্জা সাখাওয়াতুল আলম মনি, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, মুফতি মনিরুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন, মাওলানা হারুন, মাওলানা মেরাজুর রহমান জামালপুরীসহ সকল মসজিদের ইমাম ও খতিবগণরা।

এ সময় ইমাম ও খতিবরা তাদের বক্তব্যে বলেন, জামালপুর-৫ সদর আসন থেকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনবান্ধবনেতা ফারুক আহাম্মেদ চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম-খতিবদের সবসময় খোঁজখবর রাখেন। তিনি ইতোমধ্যেই সারাদেশে মডেল মসজিদ তৈরির মাধ্যমে তা প্রমাণ করেছেন। এ সময় ইমাম/খতিবরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

উল্লেখ্য, এর আগেও সদর উপজেলার সকল জনপ্রতিনিধি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সকল জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ জামালপুর-৫ সদর আসনে ফারুক আহাম্মেদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য একমত পোষন করেন।

(আরআর/এসপি/অক্টোবর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test