E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ও মতবিনিময় সভা

২০২৩ নভেম্বর ০৪ ১৭:৩৮:১৮
বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ও মতবিনিময় সভা

শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : "পুলিশ জনতা ঐক্য করি ' স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই পতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে আজ শনিবার সকালে বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়ঁরা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

পরে থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।

বকশীগঞ্জ থানার (ওসি) সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি শাহিনা বেগম, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগির কবির আলমাছ, নিলাক্ষীয়া ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দিকুর রহমান মাসুম, কাউন্সিলর মিজানুর রহমানসহ জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মী, গ্রাম পুলিশসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা জুয়া মুক্ত,বাল্য বিবাহ মুক্ত,মাদক নির্মূল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

(এসপি/এসপি/নভেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test