E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭২ দিন বন্ধ থাকার পর যমুনায় ইউরিয়া উৎপাদন শুরু 

২০২৩ নভেম্বর ১৭ ১৭:২২:৫১
৭২ দিন বন্ধ থাকার পর যমুনায় ইউরিয়া উৎপাদন শুরু 

রাজন্য রুহানি, জামালপুর : দেশের সর্ববৃহৎ যমুনা সারকারখানা ৭২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে। গ্যাস সংকটের কারণে এ কারখানা বন্ধ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত এ কারখানায় শুক্রবার (১৭ নভেম্বর) থেকে শুরু হয় ইউরিয়া সার উৎপাদন। এর আগে ১ নভেম্বর থেকে কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। বৃহস্পতিবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

কারখানা সূত্র জানায়, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত ১৭০০ মে.টন উৎপাদনক্ষম দেশের সবচেয়ে বড় দানাদার ইউরিয়া উৎপাদনকারী এ কারখানায় প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদামাফিক গ্যাসের চাপ কম থাকায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। গ্যাস না থাকায় অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এদিকে ৭২ দিন বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগ সচল করলে শুক্রবার থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সংকটের ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ ছিলো। ১ নভেম্বর গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রবিউশন কোম্পানি। কারখানার যন্ত্রাংশ সচল করে শুক্রবার মধ্যরাত থেকে ফের ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

(আরআর/এসপি/নভেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test