E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়

২০২৩ ডিসেম্বর ১৫ ১৬:০৯:৪৩
শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বগুড়া জেলা শাখার উদ্যোগে বগুড়া কেন্দ্রিয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবি দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত আলোর মিছিল বগুড়া শহরের জিলা স্কুল হতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা পর্বে উপস্থিত বক্তাবৃন্দ বলেন, শহীদ বুদ্ধিজীবিদের হত্যাকারী ঘাতক-দালাল-রাজকারদের আজো বিচার সুসম্পন্ন হয়নি, এটা আমাদের বাঙালি জাতির জন্য লজ্জার। এ দায় কেউ এড়াতে পারে না।যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াও ধীর লয়ে চলছে, যা দুঃখজনক। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী একাত্তরের ঘাতক-দালাল জামাত-শিবিরের বিচার আজো হয়নি, তাদের রাজনীতি আইন করে নিষিদ্ধ হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা পেরেছিলেন সেই পদাঙ্ক অনুসরণ করে আমরা জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে না পারার দায় সরকার এড়াতে পারে না। বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্ন এবং বিদেশে পালিয়ে থাকা হত্যাকারীদের ফিরিয়ে এনে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত বাংলাদেশের প্রতিটি মানুষের প্রাণের দাবী। বর্তমান সময়ের রাজনীতিতেও জামাত-শিবিরের অনুপ্রবেশ কঠোরভাবে ঠেকাতে হবে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তখনি বাস্তব হবে যখন এদেশের স্বাধীনতার বিরোধীদের বিচার সুসম্পন্ন হবে, জামাত-শিবিরের রাজনীতি আইনের দ্বারা নিষিদ্ধ হবে।

শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোর মিছিল ও আলোচনা পর্বে উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, উপদেষ্টা কমিটি সদস্য সাদেকুর রহমান সুজন, জেলার সহ-সভাপতি নিভা রানী সরকার, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার সাংগঠনিক সম্পাদক রাশু, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাবিব খান শাওন, সম্পাদক মন্ডলির সদস্য খালেকুজ্জামান রাজা, শহর কমিটির সাধারণ সম্পাদক সংগ্রাম দাস, আজিজুল হক কলেজ কমিটির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, জাসদ নেতা অ্যাডভোকেট ওবায়দুল হাসান ববি, জাসদ যুবজোট নেতা ওবায়দুল হাসান, বঙ্গবন্ধু পরিষদের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, এছাড়া আরো উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সরকারি আজিজুল হক কলেজ কমিটির সদস্য তানজিম সহ আরো অনেকে।

(এটিআর/এসপি/ডিসেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test