E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নারী নেতৃত্ব হারাম’ ফতোয়া দিয়ে ভোটে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নৌকার ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

২০২৪ জানুয়ারি ০৪ ১৯:০৩:১৬
‘নারী নেতৃত্ব হারাম’ ফতোয়া দিয়ে ভোটে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নৌকার ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দলীয় নৌকা প্রতীক নিয়ে বিনা ভোটে নির্বাচিত বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. একরাম হোসেন ইজারাদার ‘নারী নেতৃত্ব হারাম’ ফতোয়া দিয়ে এবার নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারকে ভোট না দিতে মাইকে বক্তব্য রেখেছেন। ইইপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এই নেতা নৌকার বিপক্ষে ভোট চাচ্ছেন দলের বিদ্রোহী ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইদ্রিস আলী ইজানাদারের।

গত শনিবার বিকালে বাগেরহাট- ৩ (রামপালও মোংলা) আসনের তারই ইউনিয়নের মুসল্লিপাড়ায় ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট চেয়ে নারী নেতৃত্ব হারাম বলে ইউপি চেয়ারম্যান মো. একরামের বক্তব্যের ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় শুরু হয়েছে তোলপাড়। খোদ আওয়ামী লীগের নেতাকর্মীসহ সমর্থকরা মোংলার সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যানের এমন মৌলবাদী বক্তব্য রাখায় তাকে দল থেকে বহিস্কারের দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওহাবও সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান মো. একরাম হোসেন ইজারাদারকে আওয়ামী লীগ থেকে বহিস্কার দাবী করেছেন।

সুন্দরবন ইউনিয়নে আওয়ামী লীগের এই চেয়ারম্যানের বক্তব্যের ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘ আমরা গজবের ভিতর নিমজ্জিত আছি, এত সন্দেহের কোন অবকাশ নেই। জনমনে কোন স্বস্থি নেই, শান্তি নেই, তার কারণ নারী নেতৃত্ব হারাম। নারী নেতৃত্বের অধীনে আমরা এখানে রয়েছি। আমাদের ভোটটা আমরা বেগম হাবিবুন নাহারকে (আওয়ামী লীগ প্রার্থী) দুইবার দিয়ে আমরা নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করেছি। তাই আমাদের এখানে কোন সুখ-শান্তি অবস্থান করেনা। যেটা সত্য, সেই কথা আমি এখানে আপনাদের কাছে বলে গেলাম। উনি একজন নারী, উনি রাজনীতি আর সমাজনীতির বেবিঝেন কি ? কিছুই বোঝেননা।’

(এস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test