E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ

২০২৪ জানুয়ারি ২২ ১৯:১৬:৩৫
গৌরনদীতে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হংকং প্রবাসী মানবাধিকার সংগঠক, লায়ন দিদার সরদার এর উদ্যোগে বরিশালের গৌরনদীতে একটি নূরানী কওমি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। 

এ উপলক্ষে আজ সোমবার সকালে গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতিকুর রহমান শামীমের সভাপতিত্বে উপজেলার গোবর্ধন গ্রামের মদিনাতুল উলুম নূরানী কওমি মাদ্রাসা মাঠে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক কাজী মোঃ জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সমাজসেবক মোঃ আহম্মদ আলী সরদার, পশ্চিম শাওড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাইয়েদুর রহমান।

লায়ন্স ক্লাব শ্যামলী ঢাকার ট্রেজারার লায়ন এস, এম জুলফিকারের সঞ্চালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মনো সরদার, বেসরকারি সংস্থা বিডিএস এর সাবেক এরিয়া ম্যানেজার এস, এম মনির হোসেন, মদিনাতুল উলুম নূরানী কাওমি মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সালাউদ্দিন, লায়ন্স ক্লাব শ্যামলী ঢাকার লিও এস, এম মেহেদী হাসান মুরাদ। শেষে অতিথিবৃন্দগন মাদ্রাসাটির শিশু, নার্সারি, প্রথম জামাত ও দ্বিতীয় জামাতের মোট ৮০জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণ করেন।

প্রসংগত, লায়ন দিদার সরদার দীর্ঘ দিন প্রবাসে থেকেও তাঁর জন্মভূমি গৌরনদীর বিভিন্ন মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। লায়ন দিদার সরদার মানবাধিকার সংগঠক, সমাজ সেবক, মিডিয়া ব্যক্তিত্ব, অনলাইন নিউজ পোর্টাল সময়ের কন্ঠধ্বনির প্রকাশক ও সম্পাদক। তিনি ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব ঢাকা এর ডিরেক্টর এবং এলসিআইএফ সমন্বয়কারী, লিটারারি কালচার অরগানাইজেশানের ডিরেক্টর, প্রতিষ্ঠাতা সভাপতি হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং দখিনের খবর পত্রিকার উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test