E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা স্টলে পিকআপ, আহত ১

২০২৪ জানুয়ারি ২৭ ১৬:১৬:০০
চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা স্টলে পিকআপ, আহত ১

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে চালক ঘুমিয়ে পড়ায় পিকআপ ভান নিয়ন্ত্রণ হারিয়ে চা স্টলে উঠে পড়ে এ ঘটনায় পিকআপ যাত্রী মিন্টু মিয়া আহত রয়েছে। এতে দুটি দোকানসহ সড়কের পূর্ব পাশের একটি সরকারি সৌর বিদ্যুতের খুটি, একটি পল্লী বিদ্যুতের খুটি কাত হয়ে যায়। 

আজ শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা কিশোরগঞ্জ সড়কের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার এস আই শান্ত চৌধুরী এ তথ্য জানান।

এস আই শান্ত চৌধুরী বলেন, আজ ভোর থেকে দুর্ঘটনাস্থলে পুলিশ রয়েছে। একদল চলে গেছে, আমি ও আমার সহকর্মীরা ঘটনাস্থলে আছি। বিদ্যুত অফিসে জানানো হয়েছে। আপাতত এই এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পিকআপ (ঢাকা মেট্রো ন ১৩-৪৬৭২) আটক রয়েছে তবে চালক পালিয়ে গেছে।

পিকআপ যাত্রী মিন্টু মিয়া বলেন, আমি টংগী আবদুল্লাহপুর থেকে আসবাবপত্র, বসত বাড়ীর ফার্নিচার নিয়ে নান্দাইল যাওয়ার পথে নতুন বাজার আসলে পিকআপ চালজ ঘুমিয়ে পড়প। এতে পিকআও নিয়ন্ত্রণ হারিয়ে চা স্টলে ও একটি মুদি দোকানে উঠে। দোকান দুটো ভেঙে গেছে। তাছাড়া সড়কের বিদ্যুতের খুটি ও বাতিসহ সৌর বিদ্যুতের খুটি কাত হয়ে গেছে।

নতুন বাজারের রশিদের ছেলে চা বিক্রেতা ইমান বলেন, আমার দোকানের চা বিক্রির কেটলি, গ্লাস, মগ, জিনিসপত্র, দোকান ঘরসহ সব কিছু ভেঙে গেছে। আমার আয় রোজগার রইলো না। সংসারে নিয়ে চলার পথ বন্ধ হয়ে গেছে।

গ্রাম পুলিশ দেলোয়ার জানায়, পিকআপ থেকে পড়ে যাওয়া জিনিসপত্র খেয়াল রাখছি।

গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-২ আমরাইদ সাব জোনাল অফিসের এ জি এম আনিছুর রহমান জানান, নতুন বাজার এলাকার বিদ্যুতের নতুন খুটি পাঠানো হয়েছে।

(এসকেডি/এসপি/জানুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test