E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় জামালপুরে কবি সাইফুল্লাহ মাহমুদকে সংবর্ধনা

২০২৪ জানুয়ারি ৩০ ২০:০২:৫৩
বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় জামালপুরে কবি সাইফুল্লাহ মাহমুদকে সংবর্ধনা

রাজন্য রুহানি, জামালপুর : বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার ২০২৩ পাওয়ায় জামালপুর জেলার লেখকদের পক্ষ থেকে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালকে সংবর্ধনা দিয়েছে জামালপুর কবিতা পরিষদ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে তাঁকে এ সংবর্ধনা দেন জেলার কবি-সাহিত্যিক-লেখকরা। এ সময় কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের সঙ্গে ছিলেন কবি শিহাব শাহরিয়ার।

জামালপুর কবিতা পরিষদ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রবীণ কবি আলী জহির।

এ সময় উপস্থিত ছিলেন কবি ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, কবি সাযযাদ আনসারী, কবি মো. মনোয়ারুল ইসলাম মুরাদ, কবি জাহাঙ্গীর সেলিম, কবি তারিকুল ফেরদৌস, কবি রাজন্য রুহানি, কবি-বাচিকশিল্পী ফারজানা ইসলাম, কবি তোফায়েল তপু, কবি ও বাচিকশিল্পী হৃদয় লোহানী, কবি তৌহিদ আহাম্মেদ লিখন, কবি খান মোশারফ, কবি আশকর আলী ফকির, কবি লিয়াকত আলী, গল্পকার সুলতানুল আরেফিন আদিত্য প্রমুখ।

সংবর্ধনা শেষে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় এক অভিব্যক্তিতে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, 'দীর্ঘ ৩০ থেকে ৩৫ বছর ধরে দেশে ও বিদেশে থেকেও নিরলসভাবে এবং জীবনের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছি। চাকরিচ্যুত হয়েছি, দেশান্তর হয়েছি!'

তিনি বলেন, 'আমার লেখালেখির মূল বিষয় কবিতা। কবিতার পাশাপাশি আমি সাহিত্যের অন্যান্য শাখায় কাজ করি। আর বঙ্গবন্ধুর উপর আমার গবেষণা দায়িত্ববোধ থেকে। কবিতার চেয়ে এ বিভাগে পুরষ্কৃত হওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ, এ স্বীকৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সাথে যুক্ত। তাই বাংলা একাডেমির মনোনয়নে আমি আনন্দিত এবং গৌরববোধ করছি।'

তিনি আরও বলেন, 'জামালপুর জেলার কবি-সাহিত্যিকদের সংবর্ধনা পেয়ে আমি ভীষণ খুশি ও আপ্লুত।' তিনি জামালপুর কবিতা পরিষদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

(আরআর/এএস/জানুয়ারি ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test