E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘স্মার্ট বাংলাদেশের আদলে ইউনানী ঔষধ শিল্পকে আধুনিক ও প্রচারমুখি করতে হবে’

২০২৪ ফেব্রুয়ারি ২৪ ১৪:৫৩:১৩
‘স্মার্ট বাংলাদেশের আদলে ইউনানী ঔষধ শিল্পকে আধুনিক ও প্রচারমুখি করতে হবে’

নবী নেওয়াজ, পাবনা : ইউনানী ঔষধ এলোপ্যাথির চেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ও কার্যকর। প্রচারণার অভাবে এই সম্ভাবনাময় ইউনানী শিল্প পিছিয়ে পরে আছে। গায়ে চুলকানি হলে নিমপাতা দিয়ে গোসল করার মত অনেক রকম ঔষধি গাছ গাছড়া ব্যবহার করে আমরা অনেক আগে থেকেই অভ্যস্থ। বিশ্বের বিভিন্ন দেশে ইউনানী ঔষধ ব্যবহারের প্রবণতা বাড়ছে।  স্মার্ট বাংলাদেশের আদলে ইউনানী ঔষধ শিল্পকে আধুনিক ও প্রচারমুখি করতে হবে বলে মন্তব্য করেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন।

বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি ও মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে পাবনা জেলা পরিষদের রশিদ হলে অনুষ্ঠিত ইউনানী চিকিৎসা পদ্ধতির মূলনীতি শীর্ষক সেমিনার ২০২৪ তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকাল নয়টা থেকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সৈকত কুমার কর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ রোকনুজ্জামান, হারবাল প্রডাক্ট কসমেটিক আ্যান্ড ডায়েটারী সাপ্লিমেন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, বাংলাদেশ ইউনানী ডক্টর'স সোসাইটি এর সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনানী ঔষধ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম ভূঁইয়া ইউনানী ডক্টর'স সোসাইটি রাজশাহী বিভাগের সহ-সভাপতি হাকীম মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন পাবনার যুগ্ম সাধারণ সম্পাদক হাকীম মোঃ রফিকুল ইসলাম ।

সেমিনারে আলোচোক ছিলেন বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা মোঃ আবুল হোসেন, পশ্চিম অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মোঃ সাইফুর রহমান, এ কে এল ল্যাবরেটারীজ এর ব্যবস্থাপনা পরিচালক ও মেডিসিন এন্ড ফুড ম্যানুফ্যাকচারার এসোসিয়েশন পাবনার সভাপতি মোঃ রাসেদুজ্জামান (রাসেদ) , হার্বেক্স এন্ড কোং এর ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ইমরুল হাসান রন্টি।

আরো আলোচনা করেন উক্ত এসোসিয়েশনের পাবনার উপদেষ্টা মোঃ রবিউল ইসলাম রবি, ইউনানী ঔষধ শিল্প সমিতির সদস্য মোঃ আবুল, হোসেন মঞ্জুর কাদের, ইউনানী ডক্টর সোসাইটির নির্বাহী সদস্য হাকিম মোঃ দলিল উদ্দিন, ঐ সোসাইটির ঢাকা মহানগর সভাপতি ডা. হাকীম আমিনুল আরেফিন, রাজশাহী বিভাগের কার্যকারী সদস্য মোঃ মুরাদ পারভেজ, পাবনার সভাপতি হাকীম মোঃ আব্দুর রহিম সাধারণ সম্পাদক হাকীম মোঃ ইমরান হোসেন প্রমুখ।

(এনএন/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test