E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ২ সাংবাদিকের বিরুদ্ধে মাদ্রসা অধ্যক্ষের হয়রানিমূলক মামলা

২০২৪ মার্চ ১৩ ১৩:১৭:০৮
গোপালগঞ্জে ২ সাংবাদিকের বিরুদ্ধে মাদ্রসা অধ্যক্ষের হয়রানিমূলক মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ২ সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছেন মাদ্রসার অধ্যক্ষ। কশিয়ানী উপজেলার ডোমরাকান্দি নূরুল ইসলাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাকারিয়া বাদী হয়ে দৈনিক যুগান্তরের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন, প্রতিদিনের সংবাদের কাশিয়ানী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান ও যুগান্তরের সম্পাদক সাইফুল আলমকে বিবাদী করে মামলাটি দায়ের করেন। 

অধ্যক্ষের অবৈধ নিয়োগ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে স্থানীয়রা লিখিত অভিযোগ দুদক সহ বিভিন্ন দপ্তরে দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরে ‘কাশিয়ানীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে ২৯ ফেব্রুয়ারি ওই অধ্যক্ষ গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (কাশিয়ানী আমলী আদালত) মামলাটি করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহন করে গোপালগঞ্জের ওসি ডিবিকে তদন্ত করে আগামী ৩ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মমলার এজাহারে বলা হয়েছে, ওই দু’ সাংবাদিক তার বাড়িতে গিয়ে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ টাকা না দিলে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে মাদ্রসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হবে বলে হুমকি দেন দু’ সাংবাদিক।

অধ্যক্ষ মোঃ জাকারিয়া এ ব্যাপারে বলেন, ওই সাংবাদিক প্রতিপক্ষের কাছ থেকে টাকা নিয়েছে। আমি তাদের টাকা দেইনি। তাই আমার বিরুদ্ধে তারা নিউজ করেছে। এতে আমার মানহানী হয়েছে। মানহানী মামলার সাথে চাঁদাবাজি জুড়ে দিয়েছি। সাংবাদিকরা টাকা চেয়েছিল কি না ? এমন প্রশ্নের জাবব তিনি কৌশলে এড়িয়ে যান।

ওই অধ্যক্ষ আরো বলেন, মমালা করতে গেলে সাজিয়ে অনেক কিছুই লিখতে হয় । এজাহারে কি লেখা হয়েছে, তা আমি দেখিনি। না দেখেই বাদী হিসেবে স্বাক্ষর করেছি। এ মমলা থেকে যুগান্তরের সম্পাদকরে নাম কেটে দিতে বলেছি।

সাংবাদিক লিয়াকত হোসেন লিংকন বলেন, আমরা ২ সাংবাদিক তার বক্তব্য নিতে মাদ্রসায় গিয়েছিলাম। তিনি আমাদের সেখানে বসেই বক্তব্য দিয়েছেন। আমরা তার বাড়িতে যায়নি। আর আমার তার কাছে কোন টাকা চাইনি। তিনি হয়রনী করতেই এ মিথ্যা মামলা দিয়েছেন।

গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এসএম হুমায়ুন কবীর বলেন, এটি হয়রানীমূলক মিথ্যা মামলা। তাই মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

(এমএস/এএস/মার্চ ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test