E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫ 

২০২৪ মার্চ ২০ ১৭:৫৪:০৩
গোপালগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫ 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ নারীসহ ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের ছাগলছিড়া (ডোমরাকান্দি) নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেড় ঘণ্টা যান ওই সড়কে যান চলাচল বন্ধ ছিলো। দুপুর ১২ টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আহতদের মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

নিহতরা হলেন, নাছিমা বেগম (৬২) তার দুই বোন আছমা বেগম (৫৫), সালমা বেগম (৫৮),ও তার ভাই হুমায়ুনের স্ত্রী কোমল বেগম ( ৫৫) ও মাইক্রোবাস চালক আলমগীর হোসেন (৪০)। এদের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার গোপালপুর গ্রামে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার রাগদী ইউনিয়নের ছাগলছিড়া (ডোমরাকান্দি) নামক স্থানে ঢাকাগামী গ্লোবাল পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ গয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। মাইক্রোবাসের চালকসহ ও একই পরিবারের ৪ নারী নিহত হয়। এসময় আহত হয় অন্তত ১০ জন। খবরপেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। নিহতদের নামের তথ্য নিশ্চিত করেছেন তাদের ভাতিজা কাজী আসাদ।

(টিবি/এসপি/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test