E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিকআপ কেড়ে নিলো দাখিল পরীক্ষার্থী নাঈমের স্বপ্ন 

২০২৪ মার্চ ২১ ১৮:৩০:৪১
পিকআপ কেড়ে নিলো দাখিল পরীক্ষার্থী নাঈমের স্বপ্ন 

মোঃ আব্দুল কাইয়ূম, মৌলভীবাজার : একের পর এক মৌলভীবাজারের সড়কে ঝড়ছে প্রাণ। কিছুতেই থামছেনা মর্মান্তিক বিভৎস ও হৃদয়বিদারক এমন দৃশ্য’র। এবার লাইসেন্স বিহীন পিকআপ গাড়ি চাপায় মৌলভীবাজারে দাখিল পরীক্ষার্থী এক মাদ্রাসা শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কের গোমড়া এলাকার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম ফরহাদ চৌধুরী নাঈম (১৫)। সে জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থী ছিলো। নাঈম সদর উপজেলার গোমড়া এলাকার জাপান মিয়া নামে এক দিনমজুরের একমাত্র ছেলে। পরিবারে নাঈম সবার বড়। তাঁর আরও দুই ছোট বোন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের একমাত্র সন্তান হারিয়ে পাগলের মতো বিলাপ করছে তাঁর মা। বাকরূদ্ধ বাবা জাপান মিয়াও।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শ্রীমঙ্গল সড়ক হয়ে ঢাকা থেকে ৪টি টাটা কোম্পানীর নতুন পিকআপ প্রতিযোগিতা করে ওই সড়কে চলছিলো। প্রতিযোগিতায় থাকা ৪টি পিকআপ এর একটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে মাদ্রাসায় আসার পথে শিক্ষার্থী নাঈমকে প্রথমে পায়ের উপর চাপা দেয়। পরবর্তীতে একই গাড়ী ফের বুকের উপর চাপা দিলে গুরুত আহত হয় মেধাবী শিক্ষার্থী নাইম। তাঁকে প্রথমে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে যান মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত নিয়ে যাওয়া হয় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে পৌঁছার কিছুক্ষণ পরপরই মৃত্যু হয় দরিদ্র পরিবারে বেড়ে উঠা ওই শিক্ষার্থীর। সমাপ্তি ঘটে নাঈমের বাবা-মা’র সপ্নের। ঘটনার পরপরই ঘাতক পিকআপ চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে সুপর্দ করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন এ ঘটনায় গাড়ি চালক আটকের বিষয়টি।

মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন রুবেল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ওই মামলায় আসামীকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নাঈমের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেট থেকে এম্বুলেন্স যোগে বাড়ির পথে নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। এর পর গোসল শেষে বিকেলে বাড়ির পাশেই জানাযা-দাপন সম্পন্ন হবে।

জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হক বলেন, অপেশাদার গাড়ি চালকের চাপায় আমাদের শিক্ষার্থীর জীবন কেড়ে নিয়েছে। ওই শিক্ষার্থী বড় মাপের আলেম হবে এমন সপ্ন তাঁর মা-বাবার পাশাপাশি আমাদেরও ছিলো। তিনি অভিযোগ করে বলেন, সড়কটি দূর্ঘটনা কবলিত হওয়ার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় একটি স্প্রিড ব্রেকার স্থাপণের জন্য বারবার অনুরোধ করেও সড়ক ও জনপদ কর্তৃপক্ষের কোন সাড়া মিলেনি।

স্থানীয় ওয়ার্ড মেম্বার কয়েছ আহমদ জানান, সকাল ১০ টার দিকে সড়কের পাশ দিয়ে নাঈম মাদ্রাসায় আসার পথে একটি পিকআপ তাঁকে চাপা দিয়ে পাশের খালে পড়ে যায়। এসময় গুরুতর আহত নাঈমকে আশপাশের লোকজন হাসপাতালে নিয়ে যান। আর চাপা দেয়া পিকআপ গাড়ি সহ চালককে আটক করে পুলিশে হস্তান্তর করে স্থানীয়রা। তিনি আরও জানান, ওই গাড়ি চালক কোন পেশাদার গাড়ি চালক ছিলোনা, এবং তার কোন ড্রাইভিং লাইসেন্সও ছিলোনা।

(একে/এসপি/মার্চ ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test