E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় পথচারীদের মাঝে উপজেলা ছাত্রলীগের স্যালাইন ও শরবত বিতরণ 

২০২৪ এপ্রিল ৩০ ১৭:৫১:৪১
লোহাগড়ায় পথচারীদের মাঝে উপজেলা ছাত্রলীগের স্যালাইন ও শরবত বিতরণ 

নড়াইল প্রতিনিধি : বৈশাখের ভয়াবহ দাবদাহে পুড়ছে নড়াইলের লোহাগড়া। প্রচণ্ড গরমে মানুষজন অতীষ্ট হয়ে পড়েছে। এসব মানুষেরা ভ্যাপসা গরমে কাহিল হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউই বাড়ির বাইরে বের হচ্ছে না। তারপরেও জীবিকার তাগিদে মানুষ বাইরে বের হচ্ছে। কিন্তু ভয়াবহ দাবদাহে থমকে যাচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। এহেন দাবদাহে অতিষ্ঠ ও ক্লান্ত পথচারীদের পাশে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং শরবত নিয়ে দাঁড়িয়েছে লোহাগড়া উপজেলা ছাত্রলীগ। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা লোহাগড়া পৌর শহরের ফয়েজ মোড় এলাকায় দাবদাহে ক্লান্ত পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং তৈরী শরবত বিতরণ করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন অনিক, লোহাগড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সোহেল, ছাত্রলীগ নেতা হৃদয়, হাকিম গাজী, মাশরাফি হোসেনসহ প্রমূখ।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মারুফ হোসাইন বলেন, অসহায় ও দুস্থ্য মানুষের কল্যাণে ছাত্রলীগ বরাবরই সহানুভূতিশীল। প্রচন্ড দাবদাহে অতীষ্ট খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং শরবত বিতরণকর্মসূচী বৃষ্টি না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

(আরএম/এসপি/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test