E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামপালে সুপেয় পানির দাবিতে স্মারকলিপি প্রদান

২০১৪ ডিসেম্বর ০৪ ১৭:১৯:৪৮
রামপালে সুপেয় পানির দাবিতে স্মারকলিপি প্রদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালের চারিদিকে অথৈই পানি। তীব্র লবনাক্ত ওই পানি খাবার অযোগ্য। তাই এবার সুপেয় পানির দাবিতে মাঠে নেমেছে আমজনতা। বৃহস্পতিবার ‘রামপালে গ্রামে গ্রামে সুপেয় পানির দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ‘জলবায়ু সহিষ্ণু রামপাল গ্রাম উন্নয়ন কমিটি’র পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মো: আরিফের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

দুপুরে স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কমিটি’র সভাপতি আলহাজ্ব অধ্যাপক আকবার আলী, সাধারণ সম্পাদক ইরানী পারভীন, প্রভাষক মো. বজলুর রহমান, সহসভাপতি পীযূষ কান্তি অধিকারী,কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ(সিডিপি)’র এস এম ইকবাল হোসেন বিপ্লব, শিক্ষিকা কুমকুম বেগম, মিলন মণ্ডল, সাইদুল ইসলাম, শিল্পী মিস্ত্রি, পুষ্প মিস্ত্রি, শাহনাজ সুলতানা পলি, কৃষ্ণা রানী দে, রোকাইয়া খাতুন, মনোয়ারা খাতুন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রামপাল উপজেলা সদরসহ গ্রামে গ্রামে দীর্ঘ দিন ধরে সুপেয় খাবার পানির সংকট চলে আসছে। সদরের একমাত্র খাবার পানির উৎস রামপাল দীঘি। শুষ্ক মৌসুমে এ দীঘির পানি খাবার অযোগ্য হয়ে পড়ে । সংস্কার না করার ফলে পুকুরে নানা ধরনের শেওলা এবং ময়লা আবর্জনা জমে থাকে। এলাকার মানুষের পানি সংকট নিরসনের জন্য এক সময় কয়েকটি বড় বড় পুকুর থাকলেও তার কয়েকটি ভরাট করায় পানির উৎস কমে গেছে। নদীগুলো পানিতেও রয়েছে তীব্র লবণাক্ততা। পানির সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সরকার এবিষয়ে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। জলবায়ু পরিবর্তনের ফলে এ অঞ্চলে জনগণের মধ্যে বিরুপ প্রভাব পড়েছে। সুপেয় পানির অভাব উপকূলীয় এলাকার একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

বিগত আইলায় রামপালের পুকুরগুলোয় লবণ পানি প্রবেশ করার ফলে এসব পুকুরের পানি পানের অযোগ্য হয়ে পড়েছে। জেলা পরিষদ মালিকানাধীন বর্তমানে এই পুকুরের পানি পানের অযোগ্য হয়ে রয়েছে দীর্ঘ বছর ধরে। গ্রামের সকল জনগোষ্ঠি যাতে সুপেয় পানির নিশ্চিয়তা পেতে পারে সে লক্ষে এখানকার বিদ্যমান কোন পুকুরে বা নতুন পুকুর খনন করে ভূ-উপরিভাগের লবণ পানি পরিশোধনের জন্য বড় ধরনের পানি বিশুদ্ধকরণ প্রকল্প গ্রহণের দাবি জানান হয় স্মারকলিপিতে।

(একে/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test