E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চলছে রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন'

২০১৪ ডিসেম্বর ১৪ ২০:৩১:০৯
'মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে চলছে রাষ্ট্রীয় সম্পদের লুণ্ঠন'

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, শহীদ বুদ্ধিজীবিদের রক্তের ঋণ আমরা আজও শোধ করতে পারিনি। তিনি আরো বলেন, আজ ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্রীয় সম্পদের লুন্ঠণ চালাচ্ছে। মাসুদ অরুন রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইলিয়াস হোসেন, পৌর সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা যুগ্ম সম্পাদক এম এ কে খাইরুল বাশার, উপজেলা সভাপতি শহিদুল হক মাষ্টার, কৃষক দলের সভাপতি আব্দুর রব মাষ্টার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

(ইএম/পি/ডিসেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test