E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

২০১৪ ডিসেম্বর ১৭ ১৭:৪৮:৩৮
শিবচরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি : মঙ্গলবার দিবাগত রাতে মাদারীপুরের শিবচর পৌরসভায় কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদল এসময় প্রায় সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদলের হামলায় বৌ-শাশুরি আহত হয়েছে। ডাকাতদল পাশের ওয়ার্ডের আরেকটি বাড়িতে ঢুকতে ব্যর্থ হয়েছে। ঐ বাড়ি থেকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাত ৩ টার দিক জেলার শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কুয়েত প্রবাসী সিরাজুল মাদবরের বাড়ির ভবনের কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে ১৫/১৬ জনের মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িটি থেকে নগদ ১ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকারসহ সাত লক্ষাধিক টাকার মালামাল লুট করে। ডাকাতদলের হামলায় সিরাজুলের স্ত্রী সুমাইয়া ও মা রহিমুন্নেছা আহত হয়েছে। অপরদিকে ডাকাতদল পাশের ৪ নং ওয়ার্ডের হুমায়ন মাদবরের বাড়িতে পরিবারের সদস্য ও এলাকাবাসির প্রতিরোধের মুখে ঢুকতে ব্যর্থ হয় ডাকাতদল।

এসময় ডাকাতরা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। বুধবার সকালে ঐ বাড়ি থেকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।


শিবচর থানার ওসি আ. সাত্তার, পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(এএসএ/এএস/ডিসেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test