E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে এসএসএফ’র ডিজি’র পক্ষ থেকে কম্বল বিতরণ

২০১৪ ডিসেম্বর ৩০ ১৮:০৬:৪১
নড়াইলে এসএসএফ’র ডিজি’র পক্ষ থেকে কম্বল বিতরণ

নড়াইল প্রতিনিধি : স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল শেখ মো. আমান হাসানের পক্ষ থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে নবগঙ্গা ডিগ্রী কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় মেজর জেনারেল শেখ আমান হাসানের ভাই ফিরোজ আলম ডাবু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আজাদ রহমান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ শেখ, নবগঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন মোল্যা, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য শেখ বনিরুল ইসলাম সহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমান হাসানের ভাই ভাই ফিরোজ আলম ডাবু জানান, অসহায় ও দুঃস্থ্যদের শীত নিবারনে ইতিমধ্যে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে ২০০, লাহুড়িয়া ইউনিয়নে ১০০, কোটাকোল ইউনিয়নে ১২০টি কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এদিকে প্রচন্ড শীতের মাঝে কম্বল পেয়ে ভীষণ খুশি এসব অসহায় ও দুঃস্থরা।

সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা পেলে সমাজের অসহায় ও দুঃস্থ্যদের শীত মোকাবেলা করতে করতে কোন কষ্ট পেতে হবে না বলে সচেতন মহল মনে করেন।

(টিএআর/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test