E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাকসামে মুক্তিযোদ্বা কমপ্লেক্স নির্মাণ কাজের মান নিয়ে সচিবের অসন্তোষ

২০১৫ জানুয়ারি ০৩ ২১:২০:২৪
লাকসামে মুক্তিযোদ্বা কমপ্লেক্স নির্মাণ কাজের মান নিয়ে সচিবের অসন্তোষ

লাকসাম প্রতিনিধি : ২ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ৩ তলা বিশিষ্ট লাকসাম মুক্তিযোদ্বা কমপ্লেক্স নির্মাণ কাজের পরিদর্শনকালে কাজের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান। শনিবার দুপুরে  কমপ্লেক্সের নির্মাণ কাজ তদারকিকালে সচিব সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে শোকজসহ কালো তালিকাভূক্ত করারও নির্দেশনা দেন। ওই কমপ্লেক্সে মুক্তিযোদ্বা কার‌্যালয়, হলরুম, কমিউনিটি সেন্টার ও মুক্তিযোদ্বা মার্কেট নির্মাণ করা হচ্ছে।

এ সময় অন্যান্যরে মাঝে উপস্থতি ছলিনে, প্রকল্প পরিচালক মোমনি মজবিুল হক সমাজ,কুমিল্লার অতরিক্তি জলো প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন, কুমল্লিার নর্বিাহী প্রকৌশলি এএসএম মহসনি, লাকসাম উপজলো নর্বিাহী র্কমর্কতা মোঃ শফউিল আলম, সহঃ কমশিনার (ভূমি) আয়েশা হক, উপজলো প্রকৌশলি দলেোয়ার হোসনে, ওসি মনোয়ার হোসনে চৌধুরী, মুক্তযিোদ্ধা কমান্ডার আবদুল বারি মজুমদার, ডপেুটি কমান্ডার আমনি উল্যাহ, সহকারী কমান্ডার সাংগঠনকি মাষ্টার সফকিুর রহমানসহ মুক্তযিোদ্ধাবৃন্দ।

(সিএস/পি/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test