E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় সংবিধান ও গণতন্ত্র রক্ষার বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি

২০১৫ জানুয়ারি ০৫ ১৮:৫১:৩৫
সিংড়ায় সংবিধান ও গণতন্ত্র রক্ষার বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি

সিংড়া (নাটোর) প্রতিনিধি : বর্তমান জননেত্রী শেখ হাসিনার সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে সংবিধান রক্ষা ও গণতন্ত্রের বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পথসভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা ও নাগরিক নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে অপ্রীতিকর ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

দেশের উন্নয়নে বাধা দিলে তা কঠোর হস্তে দমন করা হবে। পরিশেষে তিনি হিংস্র, জ্বালাও পোড়াও, হত্যা, খুনের রাজনীতি বাদ দিয়ে দেশের উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় অন্যদের মধ্যে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মিনহাজ উদ্দিন সরদার, লুৎফুল হাবিব রুবেল, সাংগঠনিক সম্পাদক নাজিম আহমেদ রাজু, পৌর আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান প্রমুখ।

এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় বিএনপি থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করে। প্রতিমন্ত্রী পলক তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

(এএমআর/এএস/জানুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test