E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে অবরোধের প্রথম দিনে আটক ১৩

২০১৫ জানুয়ারি ০৬ ১৪:২০:১৪
মেহেরপুরে অবরোধের প্রথম দিনে আটক ১৩

মেহেরপুর প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ঘোষিত লাগাতার অবরোধে ১ম দিন মেহেরপুরে চলছে ঢিলেঢালাভাবে। দুপুর ১২ টা পর্যন্ত অবরোধের পক্ষে বা বিপক্ষে কোনো মিছিল মিটিং বা পিকেটিং এর খবর পাওয়া যায়নি। তবে জেলা শহর সহ বিভিন্ন স্থানে বিজিবি ও পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং বিবিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শ্যালোইঞ্জিন চালিত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে,নাশকতার আশংকতায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ১৩ জন বিএনপি কর্মী সমর্থককে আটক করেছে পুলিশ।

এদের মধ্যে গাংনী থানা পুলিশ ৮ জনকে, সদর থানা পুলিশ ৪ জনকে ও মুজিবনগর থানা পুলিশ ১ জনকে আটক করেছে।


আটকরা হলেন, মেহেরপুর শহরের হাঠাৎপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে মোফাজ্জেল হোসেন (৩৫), যাদবপুর গ্রামের আজিমুদ্দীনের ছেলে আবুল হোসেন (৫৫), মেহেরপুর শহরের ক্যাশবপাড়া এলাকার প্রভাত রায়’র ছেলে শ্যামল (২৮), একই পাড়ার রহিম হুদা’র ছেলে সাজ্জাদ রানা (৩০), গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আব্দুর রশিদের ছেলে সাইদুর রহমান (৩১), হাড়াভাঙ্গা গ্রামের আখের মন্ডলের ছেলে তোহিদুল ইসলাম (৩০), সাহেবনগর গ্রামের আব্দুল লতিবের ছেলে মুনতাছারুল ইসলাম (৩৫), একই গ্রামের হজরত আলীর ছেলে ইউনুস আলী (২৭) ও আব্দুল মজিদের ছেলে আনোয়ার হোসেন (৩০), কাজীপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে জুল হোসেন (২৫), গাড়াডোব গ্রামের নুর মহাম্মদের ছেলে আব্দুস সালাম (২৭), পার্শ্ববর্তি চুয়াডাঙ্গা জেলার লতিডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে আরিফুল ইসলাম (৩১) কে গাংনী উপজেলার মানিকদিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।

এছাড়া মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর ছেলে আজিমুদ্দীন (৪৮)কে আটক করেন মুজিবনগর থানা পুলিশ। মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলমের নেতৃত্বে সোমবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম, মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম, সদর থানার ওসি আহসান হাবীবের সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন।

পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০ দলীয় জোটের ডাকা অনিদির্ষ্টকালের অবরোধের সময় নাশকতার আশংকায় কার্য বিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে তাদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহত্রাণ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন গ্রামের নিরীহ বিএনপি কর্মী সমর্থকদের বিনা মামলায় বাড়ি বাড়ি তল্লাশী করে আটক ও মিথ্যা মামলা দিয়ে চালান দেওয়া তীব্র নিন্দা ও তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।

(ইএম/এএস/জানুয়ারি ০৬, ২০১৪)


পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test