E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ার ধুনটে নাশকতা প্রতিরোধে সরকারি সম্পদ পাহারার উদ্যোগ

২০১৫ জানুয়ারি ১৪ ২০:৫৫:৪২
বগুড়ার ধুনটে নাশকতা প্রতিরোধে সরকারি সম্পদ পাহারার উদ্যোগ

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে ২০ দলের চলমান অবরোধ কর্মসূচিতে নাশকতা প্রতিরোধে সরকারি সম্পদ পাহারার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদে এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলমান অবরোধ কর্মসূচি বিশ্ব ইজতেমার পরবর্তিতে আরো জোড়ালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অবরোধে নাশকতা ও চোরাগোপ্তা হামলা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবরোধ সমর্থকরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, রেললাইন উপড়ে ফেলা এবং ব্রিজ-কালভার্টসহ সরকারি সম্পদের ক্ষতি সাধন করতে পারে।

এজন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনা মোতাবেক নাশকতা এড়াতে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন জরুরী সভা করেছে। সভায় ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের অংশ গ্রহনে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব কমিটি নিজ-নিজ এলাকায় অবরোধ সমর্থকদের নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। এছাড়া প্রতিটি ইউনিয়নের ২/৩টি গুরুত্বপূর্ণ সেতু ও সরকারি সম্পদ পাহারার জন্য গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। তাছাড়া সড়কে অবাধ যানবহন চলাচলে এবং গাড়ী ভাংচুর-অগ্নিসংযোগ ঘটনা প্রতিহত করতে পুলিশের টহল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, থানায় পুলিশের সংখ্যা কম। এজন্য পুরো উপজেলায় পুলিশের দায়িত্ব পালন করা কঠিন। উপজেলা সদরের কয়েকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে টহল জোরদার রয়েছে। উপজেলা নির্বাহি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, নাশকতা এড়াতে জনগুরুত্বপূর্ণ সরকারি সম্পদ পাহারার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম পুলিশের সদস্যরা পাহারার দায়িত্ব পালন করবে। প্রধান সড়ক গুলোতে পুলিশের টহল জোড়দার করা হবে। এছাড়া কমিটি গঠন করা হচ্ছে। যার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নাশকতামুলক কর্মকান্ড প্রতিহত করতে সচেতন করা এবং সরকারি ও বেসরকারি জানমাল রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ উপজেলায় পুলিশ সদস্য কম রয়েছে। প্রয়োজন সাপেক্ষে অতিরিক্ত পুলিশ চাওয়া হবে।

(এএসবি/পি/জানুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test