E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানুষের কল্যানে কাজ করছেন আলমগীর শাহী সুমন

২০১৫ জানুয়ারি ১৬ ১১:৫৭:২৪
মানুষের কল্যানে কাজ করছেন আলমগীর শাহী সুমন

আব্দুস সালাম বাবু, বগুড়া: কোন কিছুর প্রত্যাশা না করে সাধারন মানুষের কল্যানে যিনি কাজ করেন তিনিই তো জননেতা। শুধু নামেই সমাজসেবক নয়, সমাজের জন্য কিছু কল্যাণকর কাজের মধ্য দিয়েই মানুষের প্রকৃত মনুষ্যত্ব প্রকাশ হয়ে থাকে। বড় বড় কথার ফুলঝুড়ি নয়, মানুষের কল্যানের কথা চিন্তা করেই তার বাস্তব পদক্ষেপ গ্রহণ করছেন শাহী সুমন।

সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, একসময়ের তুখোড় ছাত্রনেতা। উত্তরজনপদের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারী আজিজুল হক কলেজে ছাত্রলীগের দৃঢ় ভিত্তি স্থাপনে যে ক’জন ছাত্রনেতা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম তিনি। দীর্ঘসময় এই কলেজের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করেছেন। সভাপতির দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে সু-সংগঠিত হয়েছিল ছাত্রলীগ।

তেমনি আজ সু-সংগঠিত সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ। বিগত উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তরুন এই আওয়ামীলীগনেতা। অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। নির্বাচনে হেরে গিয়ে অন্যান্য প্রার্থীদের মত এলাকা ছেড়ে না গিয়ে নতুন উদ্যোমে মাঠে নেমেছেন। সংগঠন শক্তিশালী করার পাশাপাশি জনগনের কল্যানে গ্রহণ করেছেন বিভিন্ন পদক্ষেপ। যখনি কোথাও সমস্যার কথা শুনেছেন, ছুটে যাচ্ছেন তিনি। তার সকল কাজে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন উত্তরজনপদের কৃতি সন্তান সংসদ সদস্য আব্দুল মান্নান ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহাদারা মান্নান।

এমপি মান্নানের স্নেহধন্য শাহী সুমন কাজ করছেন উপজেলার মানুষের জন্য। নির্বাচনে পরাজয় তাকে দমিয়ে রাখতে পারেনি সমাজসেবা থেকে। সারিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের খোঁজ খবর নিতে শুরু করেন মতবিনিময় সভা। জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ড আর এমপি আব্দুল মান্নানের উন্নয়নের ছোঁয়া তৃণমূল পর্যায়ে পৌছে দিতেই তার এ উদ্যোগ বলে জানান সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। এলক্ষ্যে শুরু করেছেন মতবিনিময় সভা। সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই এই সভা। সম্প্রতি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুরে সাবেক ইউপি সদস্য মিন্টু মিয়ার সভাপতিত্বে গ্রামবাসীর সাথে তিনি মতবিনিময় সভা করেন। তার এই মতবিনিময় সভা পর্যায়ক্রমে সকল গ্রামেই অনুষ্ঠিত হবে।

মাদকের ভয়াবহ ছোবলে যুবসমাজ যখন বিপদগামী। মাদকের দৌরাত্ব যেন কোনমতেই থামানো যাচ্ছিলনা। কয়েকজন অভিভাবক মাদকাশক্ত নিজ সন্তানকে পুলিশের নিকট সোপর্দ করেছেন। মাদকের দাপটে অভিভাবকরা যখন অসহায় তখন এগিয়ে আসেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। শুরু করেন মাদক নির্মূল অভিযান। আর এ জন্য মাদকের বিরুদ্ধে গড়ে তোলেন সামাজিক আন্দোলন। এলাকার সচেতন মহলকে নিয়ে গঠন করেন মাদক নির্মূল কমিটি। তরুন ও যুব সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চা আর খেলার মাঠমুখি করার উদ্যোগ গ্রহন করেন। পৌর এলাকার ক্রীড়া চর্চার একমাত্র স্থান পাবলিক মাঠ, যা ছিল দীর্ঘদিন খেলাধুলার অনুপোযোগী। ক্রীড়ামোদিদের মিলনস্থল ছিল হাটুরেদের দখলে। সন্ধা হলেই যেখানে বসতো মাদকসেবীদের আড্ডা। সেই পাবলিক মাঠ দখলমুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেন তিনি। দীর্ঘ প্রায় ২০ বছর পর এমপি আব্দুল মান্নানের সার্বিক সহযোগীতায় খেলাধুলার জন্য মাঠ দখলমুক্ত করেন শাহী সুমন। সারিয়াকান্দিতে উৎসবমুখর পরিবেশে গত বছরের ১ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর টুর্নামেন্টের সফল পরিসমাপ্তি হয়। টুর্নামেন্টে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৮টি টিম এতে অংশ করে। যুবসমাজকে খেলার মাঠমুখি করতে এবার সাজানো হচ্ছে সারিয়াকান্দি পাবলিক মাঠ। ঘাস লাগিয়ে নতুন রূপে সাজানো হচ্ছে। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন এর উদ্যোগে মাঠ দখলমুক্ত করে টুর্নামেন্ট আয়োজন শেষে আবার খেলার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

গত ১৬ ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়েছে আব্দুল মান্নান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এবার আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন শাহী সুমন। তাই আবারো শুরু হয়েছে মাঠ পরিচর্যার কাজ।

এব্যাপারে আলমগীর শাহী সুমন জানান, পাবলিক মাঠটি নতুন রূপে সাজানো হচ্ছে যাতে করে তরুন ও যুব সমাজ খেলার মাঠ মুখি হয়। খেলাধুলায় এলাকার হারানো ঐতিহ্য ফিরে আনতে এমপি আব্দুল মান্নান সার্বিক সহযোগীতা করছেন। তিনি আরো জানান, সদ্য সমাপ্ত আব্দুল মান্নান এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফল হওয়ায় আগামীতে সবগুলো ইউনিয়ন নিয়ে একটি টুর্নামেন্টের আয়োজন করা হবে। মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলার জন্য মাঠ দখলমুক্ত করেই থেমে থাকেননি তিনি। উপজেলার বিভিন্ন স্থানে যখনি কোন সমস্যার সৃষ্টি হচ্ছে ছুটে যাচ্ছেন শাহী সুমন। সরজমিনে গিয়ে বিভিন্ন সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করছেন। তার উদ্যোগে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে রাস্তা সচল করতে স্বেচ্ছাশ্রমে কাজ করেছে এলাকাবাসী।

সম্প্রতি এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে সেখানে কাজ করে। স্থানীয় সাংস্কৃতিক কর্মী প্রভাষক সাহাদত জামান জানান, হিন্দুকান্দি গ্রামের শিল্পপাড়ার পাকা রাস্তাটি গত বছর বন্যার সময় ভেঙে যায়। ফলে ওই রাস্তায় রিক্সা, ভ্যান ও মোটর সাইকেল চলাচল তখন থেকে বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন হলে রাস্তাটি চলাচলের অনুপোযোগী থাকায় মালামাল পরিবহনে শিল্পপাড়া ও আশপাশের লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন রাস্তাটি পরিদর্শন করতে গেলে এলাকার লোকজন তাদের দুর্ভোগের কথা জানান এবং রাস্তাটি ঠিক করার দাবী করেন। ওই এলাকার মানুষের দুর্ভোগ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা দ্রুত সচল করার জন্য তিনি উদ্যোগ নেন। ভেঙ্গে যাওয়া রাস্তাটি তিনি মাটিভরাট করে দিয়ে সহযোগীতা করতে চাইলে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা পৌছে গেছে প্রত্যন্ত অঞ্চলে। তাই অনেকেই এখন ফেসবুক ব্যবহার করছেন। ফেসবুকে স্কুলে যাতায়াতের ভোগান্তির ছবি দেখে রাস্তা সংস্কার করেছেন আ’লীগ নেতা শাহী সুমন। সারিয়াকান্দির চন্দনবাইশা নওখিলা পিএন উচ্চ বিদ্যালয় ও চন্দনবাইশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্রা রাস্তাটি নিজ উদ্যোগে নির্মাণ করে দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। কয়েকদিন আগে একাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা আওয়াী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান রেজা, চন্দনবাইশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, সহকারী শিক্ষিকা মাহবুবা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সারিয়াকান্দি পৌর এলকাসহ উপজেলার স্কুল কলেজগামী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং তাদের স্বনির্ভর করতে কিশোরী উন্নয়ন সংস্থা গঠন করা হয়েছে। শুক্রবার সংস্থার উদ্বোধন হয়েছে। এই সংস্থার মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি প্রশিক্ষনের মধ্য দিয়ে স্বনির্ভর করার প্রচেস্টা অব্যহত থাকবে। এছাড়া বাল্য বিবাহ বন্ধ করা সহ সচেতনামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আলমগীর শাহী সুমন এর বিভিন্ন উন্নয়ন ও সমাজসচেতনামূলক কর্মকান্ডে উপজেলার সচেতন জনগোষ্ঠি সাধুবাদ জানিয়েছেন। ফুলবাড়ী গমির উদ্দিন বহুমুখি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোকছেদুল আলম জানান, শাহী সুমন তার কর্মকান্ডের মধ্য দিয়ে রাজনীতিবিদ ও সমাজসেবকদের জন্য উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কাজে সকলকে সহযোগিতা করা প্রয়োজন। এতে করে উপজেলায় আরো বেশি উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শাহী সুমন উপজেলাবাসীর কল্যানে আরো উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করবেন এমন প্রত্যাশা সচেতন উপজেলাবাসীর।

(এএসবি/এসসি/জানুয়ারি১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test