E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে আলু বোঝাই ট্রাকে আগুন

২০১৫ জানুয়ারি ১৭ ১৭:১৩:০২
ঈশ্বরদীতে আলু বোঝাই ট্রাকে আগুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের কোলেরকান্দিতে শুক্রবার দিবাগত রাতে পেট্রোল ঢেলে আলু বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধ-সমর্থকেরা।

দাশুড়িয়া-পাকশী মহাসড়কে এ ঘটনা ঘটে।এতে ট্রাকের ইঞ্জিন পুড়ে গেছে। অবশ্য আলুর কোনো ক্ষতি হয়নি।

থানার এস আই রফিকুল ইসলামের ভাষ্য মতে, আলুবোঝাই ট্রাকটি বগুড়া থেকে ফরিদপুর যাচ্ছিল। রাত তিনটার দিকে দাশুড়িয়া-পাকশী মহাসড়কের কোলেরকান্দি অতিক্রম করার সময় চার-পাঁচজন পিকেটার ট্রাকটি থামিয়ে পেট্রোল বোমা ছুড়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঈশ্বরদী শহর থেকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ট্রাকচালক ওবায়দুর রহমান বলেন, মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় তিনি সেখানে ট্রাক থামাতে বাধ্য হন। এ সময় অবরোধ-সমর্থকেরা পেট্রোলবোমা ছুঁড়ে মারলে ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনে ইঞ্জিন পুড়ে গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপি-জামায়াত-শিবির জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

(এসকেকে/অ/জানুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test