E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় জরাজীর্ণ ভবনে চলছে বিচারিক আদালত

২০১৫ জানুয়ারি ২৩ ১৫:৪৫:৩৫
বরগুনায় জরাজীর্ণ ভবনে চলছে বিচারিক আদালত

বরগুনা প্রতিনিধি : বরগুনা শহরের জেলা জজ আদালতের পশ্চিম পাশে একটি জড়াজীর্ণ একতলা ভবনে দীর্ঘদিন ধরে চলছে তিন বিচারিক হাকিমের আদালত। অপরিসর এসব কক্ষে আইনজীবীদের বসার তেমন কোন ব্যবস্থা  নেই। এ ছাড়া বিচারপ্রার্থীদের বসার ব্যবস্থার অভাবে বাইরে দাড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের পর বরগুনার সাবেক মুনসেফ আদালত ভবনে বিচারিক হাকিমদের আদালত স্থাপন করা হয়। প্রায় ৪০ বছরের বেশি বয়সী ৪ হাজার ৫০০ বর্গফুট আয়তনের একতলা জড়াজীর্ণ এই ভবনে মোট তিনটি কক্ষ আছে। এরমধ্যে দুটিতে এজলাস বসে। অন্যটি দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। এই ভবনে বরগুনা সদর, বামনা ও বেতাগী এই তিন উপজেলার বিচারিক হাকিমদের এজলাস বসানো হয়েছে। এ ছাড়া ভবনটির ছাদের ও দেয়ালের পলেস্তরা খসে পড়ায় যেকোনো মুহুর্তে বড় কোন দুর্ঘটনা ঘটতে পারে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি শওগাতুল আলম বলেন, চারটি এজলাস এবং দাপ্তরিক কর্মকান্ডের জন্য দূরদূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা রাস্তায়, গাছতলায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। এমন কি অনেক সময় হাজিরার ডাক পড়লে অনেকে শুনতেও পান না। কক্ষগুলো অপরিসর হওয়ায় আইনজীবীদের বসার কোনো ব্যবস্থা নেই। গাদাগাদি করে দাঁড়িয়ে কোনো রকমে আদালতে বক্তব্য উপস্থাপন করতে হয়।
বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি বলেন, বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের জন্য জমি নির্বাচন করা হয়েছে। এ জন্য এক একর জমি গণপূর্ত বিভাগকে অধিগ্রহণের জন্য অনুমাদন দেওয়া হয়েছে। কিন্তু ভবন নির্মাণের জন্য কোনো বরাদ্দ অনুমোদন হয়নি। বরাদ্দ পেলে দ্রুত এর কাজ শুরু করা হবে।
(এমএইচ/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)






















পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test