E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশে ৯১ শতাংশ নারী যৌন হয়রানীর শিকার হচ্ছেন

২০১৫ জানুয়ারি ২৬ ১৯:৩১:২৬
দেশে ৯১ শতাংশ নারী যৌন হয়রানীর শিকার হচ্ছেন

গাজীপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির প্রতিবেদন অনুযায়ী দেশের ৯১ শতাংশ নারী কোন না কোনোভাবে যৌন হয়রানির শিকার হন। অপর দিকে ব্র্যাকের মেজনিন কর্মসূচির মনিটরিং ফাইন্ডিংসের তথ্য অনুযায়ী শতকরা ৬৮ ভাগ শিক্ষার্থী স্কুলের সামনে এবং স্কুল সংলগ্ন এলাকায় যৌন হয়রানির শিকার হয়। সোমবার সকালে গাজীপুর প্রেসক্লাবে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি আয়োজিত ‘যৌন হয়রানি নির্মূলে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় আলোচকরা এসব তথ্য জানান।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিষ্ট ঝর্ণা রানী দাস। তিনি বলেন, ইভটিজিং স্পষ্টতই যৌন হয়রানি। এর মাধ্যমে নারীর মৌলিক মানবাধিকার যেমন-চলাফেরার অধিকার, শিক্ষার অধিকার সর্বোপরি বেঁচে থাকার অধিকার ক্ষুণœ করা হয়। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কারণে গণ-জাগরণ তৈরি হচ্ছে। পরিবার, পুলিশ প্রশাসন, কমিউনিটি, সাংবাদিক এবং সমাজের সকল স্তরের মানুষকে যৌন হয়রানির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রেস ক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা ব্র্যাক প্রতিনিধি প্রণব কুমার, মেজনিন প্রকল্পের সাঈদা নেওয়াজ পর্ণা, সাঈদা সোগরা, মেহেদী হাসান, হেলেনা মুরসালীন প্রমুখ।

(ওএস/পি/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test