E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইন করে হরতাল অবরোধ বন্ধ করার দাবি ব্যবসায়ি সংগঠনের

২০১৫ ফেব্রুয়ারি ০১ ১৭:৫৯:৪২
আইন করে হরতাল অবরোধ বন্ধ করার দাবি ব্যবসায়ি সংগঠনের

বগুড়া প্রতিনিধি : হরতাল, অবরোধের নামে স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত করে অর্থনৈতিভাবে দেশ ও ব্যবসায়ীদের  ক্ষতি সাধনের প্রতিবাদে বগুড়ায় ব্যবসায়িরা মানববন্ধন ও সমাবেশ করেছে। রবিবার বেলা ১২ টায় বগুড়া জেলা শহরের সাতমাথায় ২০টিরও বেশি মার্কেটের ব্যবসায়ি, সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মচারিরা সমাবেশে অংশ গহণ করে। সমাবেশ থেকে ব্যবসায়ি নেতৃবৃন্দ সংসদে আইন করে হরতাল অবরোধ বন্ধ করার দাবি জানান।

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক দুলাল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই-এর পরিচালক আলহাজ্ব মমতাজ উদ্দিন।

বক্তব্য রাখেন বগুড়া চেম্বারের পরিচালক শাহ মো. আখতারুজ্জামান ডিউক, চেম্বারের পরিচালক আনিছার রহমান, এ.টি.এম. শফিকুল হাসান জুয়েল, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ ও সাবেক পরিচালক আলহাজ্ব মো. আব্দুল খালেক বাবলু, মাসুদুর রহমান হেলাল, আব্দুল খালেক, সরকার বাদল, টি.জামান নিকেতা, আব্দুল মালেক, আজিজার রহমান মিলটন, কামাল মিয়া, গোলাম আজম টিকুল, রফি নেওয়াজ খান রবিন, নুরুল আমিন লিডার, আব্দুল ওহাব, তপন চক্রবর্তী, মোনতেজার রহমান আনজু, শাহ মো. শামসুজ্জোহা শান্ত, মাহমুদুর রহমান মিথুন, পিন্টু সাহা, আব্দুল মজিদ সরকার প্রমুখ।


সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ২য় তলা ব্যবসায়ী সমিতি, জলেশ্বরীতলা ব্যবসায়ী সমিতি, মেরিনা মার্কেট ব্যবসায়ী সমিতি, বগুড়া পোলট্রি অনার্স এসোসিয়েশন, বগুড়া জেলা পোলট্রি হ্যাচারী মালিক সমিতি, আহমেদ মার্কেট দোকান মালিক সমিতি, নিউ মার্কেট মার্চেন্ট এসোসিয়েশন, বগুড়া সদর দোকান মালিক সমিতি, বগুড়া জেলা পোলট্রি আড়ৎদার মালিক সমিতি, বগুড়া সদর উপজেলা খান মার্কেট মালিক সমিতি, বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারীজ মার্চেন্ট এসোসিয়েশন (বামমা), ফোরাম অব এগ্রো মেশিনারী ম্যানুফ্যাচারিং এন্ড প্রসেসিং জোন বগুড়া (ফামস), বগুড়া জেলা দোকান মালিক সমিতি, বগুড়া ওষুধ ব্যবসায়ী সমিতি, বগুড়া ইউনানী আয়ুরবেদী মালিক সমিতি, কড়িতলা মার্কেট দোকান মালিক সমিতি, নাজ কমপ্লে¬ক্স দোকান মালিক সমিতি, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতি (নাসিব), বিসিক শিল্প মালিক সমিতিসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা।

সমাবেশে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ী হিসাবে আমরা কোন রাজনৈতিক দল বা নেতা-নেত্রীর পক্ষে-বিপক্ষে কোন কথা বলার জন্য সমাবেশ করছিনা। আজ আমরা এখানে দাঁড়িয়েছি একান্ত প্রাণের তাগিদে। ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দোকান খোলা রাখা এবং জীবন যাত্রা স্বাভাবিক রাখার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। লাগাতার অবরোধ-হরতাল দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার অপচেষ্টা এবং রাজনৈতিক কর্মসূচীর নামে স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত করা হচ্ছে। হরতাল-অবরোধের শিকার হচ্ছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা আজ পথে বসেছে। এভাবে চলতে দেওয়া যায়না। মানুষকে জিম্মি করে রাজনৈতিক কর্মসূচী কখোনই সফল হয়না। রাজনৈতিক দল বা নেতা-নেত্রীদের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংসদে আইন করে হরতাল অবরোধ বন্ধ করার জন্যও আহবান জানান।

(এএসবি/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test