E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পরীক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে বগুড়ায় যুবলীগের মিছিল

২০১৫ ফেব্রুয়ারি ০২ ২২:৫২:০৩
পরীক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে বগুড়ায় যুবলীগের মিছিল

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার বলেছেন, এসএসসি পরীক্ষা বানচাল করতে খালেদা জিয়া পরিকল্পিতভাবে হরতাল কর্মসূচি দিয়েছেন। পরীক্ষার্থীদের তথা আমাদের সন্তানদের শিক্ষা জীবন অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতেই বিএনপি জোটের হরতাল।

প্রায় ১ মাস ধরে অবরোধ চলছে। কিন্তু রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক আছে। পণ্যবাহী ট্রাক চলছে, যাত্রীবাহী বাস চলছে, রিক্সা-ভ্যান সিএনজি অটোরিক্সা চলছে। এরপর আবার কোমলমতি ছাত্র-ছাত্রীদের পরীক্ষা বন্ধ করতে ৭২ ঘন্টার হরতাল ডাকা হয়েছে। দেশ এখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছে। দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন উদ্দেশ্যমূলকভাবে স্বাধীনতাবিরোধী একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এজন্য বিকেববান, দেশপ্রেমিক সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে নাশকতাকারীদের প্রতিহত করতে হবে। তিনি পাড়ায়-মহল্লায় ঐক্যবদ্ধভাবে সহিংসতাকারীদের প্রতিরোধ করার আহবান জানান।

তিনি সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা যুবলীগের সমাবেশে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন।

পুড়িয়ে মানুষ হত্যা, যানবাহনে অগ্নিসংযোগ, সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য এবং ১৫ লক্ষ এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্থ করার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী বগুড়া জেলা যুবলীগের মিছিল শহর দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, মাইসুল তোফায়েল কোয়েল, মিথুন এমরান মিথুন, নাছিরুজ্জামান টিটো, সিদ্দিকুর রহমান সিদ্দিক,উদয় কুমার বর্মন, সাজেদুর রহমান সিজু, ফজলে রাব্বি মিথুন, শরিফুল ইসলাম শিপুল, আব্দুল মতিন প্রামানিক,মোশারফ হোসেন বুলবুল, আরিফ হোসেন কমল, মোস্তাকিম রহমান, মাহবুবুর রহমান বাবু, শ্রী লক্ষন কুমার, জাকারিয়া আদিল, আজমিরে খোদা নোমান, মোস্তফা কামাল নজরুল, এনামূল হক, রবিউল ইসলাম লিটন, গোলাম কিবরিয়া কাফি, রহমাতুল ইসলাম মনির, আজিজুল হক বিপুল, লতিফুল ইসরাত মুন্না, জিয়াদুশ শরীফ পরাগ, হাবিল আকন্দ, নুরুল ইসলাম নুরু, আলী হাসান রাজন, মনিরুজ্জামান মানিক, আরিফুল ইসলাম সুমন, শিহাবুল আলম আদনান, তাজনুর রহমান তাপস, জিসান আহমেদ রনি, বেনজির আহমেদ, আব্দুল হান্নান, অসিম কুমার রায় প্রমুখ।


(এএসবি/এসসি/ফেব্রুয়ারি০২,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test