E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় ২ সহস্রাধিক বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১৭:১৯:২৪
বগুড়ায় ২ সহস্রাধিক বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া ও সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ২৭০ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার বগুড়ার দুপচাঁচিয়ার সিও অফিস মোড় আক্কেলপুর রোডে ঢাকা গামী একটি সাদা রংয়ের প্রাইভেট কার আটক করে। ওই কারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এসময় পুলিশ কার চালক কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা নতুন ব্যাপারী পাড়া এলাকার আশরাফ আলীর পুত্র সুর্য মিয়া (২২), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের টুকু মিয়ার পুত্র মাসুদরানাকে গ্রেফতার করে।


অপর দিকে মঙ্গলবার রাত ২ টার সময় বগুড়া সদর থানা পুলিশ বগুড়া শহরের মাটিডালি মোড় থেকে ৭২০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা ট্রাকে করে ফেন্সিডিল বহন করছিল। বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজীউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার নওদাপাড়া নর্দান সিএনজি পাম্পের সামনে একটি ফেনসিডিলবাহী মিনি ট্রাক আটকের চেষ্টার সময় ফেনসিডিল ব্যবসায়ীরা পুলিশ কে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা পালিয়ে যাওয়ার চেস্টা করলে পুলিশ শর্টগানের গুলি ছোঁড়ে, এতে ঘটনাস্থলেই শর্টগানের গুলিতে ফেন্সিডিল ব্যবসায়ী বজলুর রহমান বিটু (২৬) ও মহিদুল ইসলাম(২৪) গুলিবিদ্ধ হয়। তাদের আহত অবস্থায় পুলিশ আটক করে মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। ট্রাকটি তল্লাশী করে ৭২০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায় যে, বগুড়ার বিভিন্ন এলাকায় বিক্রয়ের জন্য তারা ফেনসিডিল গুলো হিলি থেকে বগুড়ায় নিয়ে আসছিল।

(এএসবি/পি/ফেব্রুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test