E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে  হরতাল-অবরোধে বিপাকে পড়েছে সব্জি চাষিরা

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ২৩:২৯:০৯
মেহেরপুরে  হরতাল-অবরোধে বিপাকে পড়েছে সব্জি চাষিরা


মেহেরপুর প্রতিনিধি:রাজনৈতিক অস্থিরতায় লাগাতার হরতাল আর অবরোধের যাতাকলে পড়ে কাঁচামাল নিয়ে চরম বিপাকে পড়েছে মেহেরপুরের সব্জি চাষি ও ব্যবসায়ীরা। কঠোর শ্রম ও অর্থ বিনিয়োগ করে উৎপাদিত লাখ লাখ টাকার কাঁচা মাল চোখের সামনেই নষ্ট হচ্ছে। হরতাল আর অবরোধে কমপক্ষে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর প্রায় ৪ হাজার হেক্টর জমিতে সব্জি চাষ করা হয়েছে। নানা রকম সব্জি উৎপাদনে মেহেরপুর জেলার সুনাম রয়েছে দেশের সবত্র। অনেক আশা-আকাঙ্খা আর স্বপ্ন নিয়ে চলতি মৌসুমে হাড়ভাঙ্গা পরিশ্রম করে পাতা কপি, ফুল কপি, বিট কপি, বেগুন, শিম, কাঁচা মরিচ সহ নানা জাতের সবজির বাম্পার ফলন ফলিয়েছেন তারা। এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করার ইচ্ছা থাকলেও হরতাল আর অবরোধের কারণে কৃষকেরা উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছে না। ফলে জমিতেই পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের সবজি। এতে লোকসান গুণতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছে হাজার হাজার কৃষক।

সদর উপজেলার উজুলপুর গ্রামের কৃষক আলামিন হোসেন জানান, রাজনৈতিক অস্থিরতার কারণে সার, সেচ খরচ দিয়ে সবজি চাষ করে সঠিক সময়ে সবজি বাজারজাত করতে পারছেন না। চড়া সুদে ঋণ নিয়ে সবজি চাষ করেছে কৃষক। কীভাবে ঋণের টাকা পরিশোধ করবে তা নিয়ে চিন্তিত শত শত কৃষক।
একই গ্রামের কৃষক আওলাদ হোসেন জানান,আলু ৮টাকা থেকে ১০ টাকা, ১৫ থেকে ২০ টাকার সীম ২ টাকায়ও বিক্রি হচ্ছে না বাজারে।

মেহেরপুর বড়বাজার কাঁচামাল ব্যাবসায়ী সমিতির কোষাধাক্ষ আব্দুল মতিন জানান, মেহেরপুর থেকে প্রতিদিন অনন্ত এক কোটি টাকার কাঁচামাল কেনা বেচা হয় বাইরের বিভিন্ন বাজরে। রাজনৈতিক অস্থিরতার কারণে বর্তমানে চার থেকে পাঁচ লক্ষ টাকার কাঁচামালও কেনা বেচা হচ্ছে না। বিগত কয়েকদিনের অবরোধে কৃষক ও ব্যাবসায়ীদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

(আইএম/এসসি/ফেব্রুয়ারি০৫,২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test