E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায়  স্বাস্থ্যকর্মীদের সহিংসতা বিরোধী মানববন্ধন

২০১৫ ফেব্রুয়ারি ০৭ ১৫:৪১:১১
বরগুনায়  স্বাস্থ্যকর্মীদের সহিংসতা বিরোধী মানববন্ধন

বরগুনা প্রতিনিধি : জ্বলছে গাড়ী পুড়ছে মানুষ রাজনীতির এ নৃশংসতা বন্ধ কর করতে হবে এই স্লোগানকে সামনে রেখে সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে বরগুনায় স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকাল ১১.৩০ ঘটিকায় বরগুনা বরগুনা জেনারেল হাসপাতালের সামনে স্বাস্থ্য বিভাগ এবং বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা সিভিল সার্জন অফিসার রুস্তুম আলী, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বি.এম.এ) এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, ডাঃ আবদুস সালাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুপরি রহমান ঝন্টু, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাফর হোসেন হাওলাদার, প্রমুখ।
বক্তারা অবিলম্বে আন্দোলনের নামে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও রাজনীতি পরিহার ও সহিংস রাজনীতির পথ পরিহার করে শান্তিপূর্ণ অবস্থানের উদ্যোগ গ্রহণে জাতীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান এবং এস,এস,সি পরিক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষা দিতে পারে তার দাবি জানান।
(এমসিএইচ/পিবি/ফেব্রুয়ারি ৭,২০১৫)








পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test