E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে শিবির ক্যাডারকে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

২০১৫ ফেব্রুয়ারি ১৫ ১২:১৬:৩৯
রায়পুরে শিবির ক্যাডারকে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মুখোশপরে গাড়ী ভাংচুরের সময় মোঃ মুজাহিদ (২৫) নামে এক শিবির ক্যাডারকে হাতেনাতে ধরে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মুজাহিদ চরমোহনা ইউপির দক্ষিন রায়পুর গ্রামের মাঝি বাড়ীর মোঃ বিল্লাল হোসেনের ছেলে। রবিবার (১৫ ফেব্রুয়ারী) রায়পুর-লক্ষ্মীপুর সড়কের চালতাতলী নামক স্থানে এঘটনা ঘটে।

জানাযায়, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির গ্রেফতারের প্রতিবাদে রবিবার হাঁকডাক দিয়ে জেলাজুড়ে হরতাল ডাকলেও সাধারণ মানুষ হরতাল প্রত্যাখ্যান করে ঘর থেকে বের হয়ে আসে। ভোর থেকে যানবাহন চলাচলসহ সব কিছুই ছিল স্বাভাবিকভাবে চলছিল। সকাল ৮টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের চালতাতলী নাকম স্থানে মুজাহিদ (২৫) মুখোশপরে সিএনজিসহ রাস্তায় চলাচলরত গাড়ী ভাংচুরের শুরু করে। এসময় যাত্রীসহ এলাকার লোকজন এগিয়ে এসে তাকে ধরে পিটুনী দিয়ে পুলিশকে খবর দেয়। পরে রায়পুর থানার এসআই ময়নাল হোসেন ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
রায়পুর থানার এসআই ময়নাল বলেন, দিনভর হরতালকারীরা বোমাবাজি, গাড়ি ভাংচুর ও রাস্তায় পেট্রোল ঢেলে আগুন জ্বেলে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয়। গাড়ী ভাংচুরের সময় হাতেনাতে ধৃত মুজাহিদকে আজই আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।
(পিআর/পিবি/ফেব্রুয়ারি ১৫,২০১৫)



পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test