E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ আটক ৩

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১৪:৪৬:০৪
রায়পুরে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ আটক ৩

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে শাহাদাত হোসেন জুয়েল (২২) নামে তালিকাভুক্ত পলাতক এক সন্ত্রাসীসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার ভোরে  রায়পুর-ফরিদগঞ্জ বর্ডার বাজার থেকে  শাহাদাতকে গ্রেফতার করা হয়। সে ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী গ্রামের আহছান উল্যার ছেলে। অপরদিকে একই রাতে  মোঃ মিন্টু (৩৮) নামে এক আদম ব্যবসায়ী ও সড়কে নাশকতা ঘটানোর মামলায় মোঃ হারুন (৩৫) নামে আরো দু’আসামীকে গ্রেফতার হয়েছে।  রায়ুপর-পানপাড়া সড়কের জোরপোল ও চরমোহনা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, পুলিশের তালিকাভুক্ত ১৬টি মামলার পলাতক দুধর্ষ সন্ত্রাসী শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে রায়পুর-চাঁদপুর সড়কের বিভিন্নস্থানে রাতের আধারে যাত্রীদের জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, নাশকতা, ভাংচুর, ভয়ভীতি প্রদর্শণসহ নানা গুরতর অপরাধের সাথে জড়িত ছিল। পুলিশের চোখ ফাকি দিয়ে সে তার অপরাধ কর্মকান্ড চালিয়েই যাচ্ছিল। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় ১১টি মামলা ও রায়পুর থানায় ৫টি মামলা রয়েছে। বুধবার ভোরে গোপন সংবাদ পেয়ে এসআই ফোরকান ও এএসআই সুভাষ কৌশলের ফাঁদ পেতে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। এদিকে কেরোয়া গ্রামের বাসিন্দা ও বাসটার্মিনাল এলাকার ব্যবসায়ী মোশারফ হোসেনকে বিদেশ নেয়ার নামে এক বছর আগে ৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় একই গ্রামের ছানা উল্যার ছেলে আদম ব্যবসায়ী মোঃ মিন্টু সড়কে নাশকতা ও গাড়ী ভাংচুরের মামলায় চরমোহনা গ্রামের আব্দুল কাদিরের ছেলে মোঃ হারুনকে (৩৫) এসআই আব্দুল বারেক গ্রেফতার করেন। রায়পুর থানার এসআই ময়নাল হোসেন জানান, গ্রেফতারকৃত তিন আসামীকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।
(পিকেআর/পিবি/ফেব্রুয়ারি ১৮,২০১৫)





পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test