E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ার ১২০ গ্রাম পুলিশের মানবেতর জীবন যাপন

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১৯:০০:২৮
কুষ্টিয়ার ১২০ গ্রাম পুলিশের মানবেতর জীবন যাপন

কুষ্টিয়া প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার যখন উর্ধ্বগতিতে আকাশ ছুঁয়েছে। আর ঠিক তখনই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশের দফারদার এবং চৌকিদার পদবির মাসিক বেতন যথাক্রমে ২১ শত ও ১৯ শত টাকা।

সরকার আসে সরকার যায়। দেশের সবচেয়ে অবহেলিত নিম্ন আয়ের এই মানুষগুলোর কেউ তাদের খবর নেয়না। সরকার আগামী জুলাই মাসে পে-স্কেল প্রদানের ঘোষণা দিয়েছে। ওই পে-স্কেলে দফাদার ও চৌকিদারদের জন্য কোন সুখবর নেই। তারপরও মনে কষ্ট ও প্রতিমুর্হুতে সরকারের নীতি নির্ধারণী মহল থেকে এই বুঝি তাদের বেতন বৃদ্ধির ঘোষণা আসবে এই আশা বুকে নিয়ে পেশা বদল না করে তাঁরা তাদের উপর অর্পিত সরকারী দায়িত্ব পালন করে চলেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দফাদার ও চৌকিদার জানান, তারা যে বেতন পান তা দিয়ে সর্বোচ্চ ১৫ দিন চলতে পারেন। মাসের বাকি দিনগুলো চলতে হয় ধার-দেনা করে। তার উপর যদি হরতাল, অবরোধ, চুরি ডাকাতি রোধে বিজিবি র‌্যাব ও পুলিশের পাশাপাশি তাদের দায়িত্ব পালন করতে হয় তখন মাসে যে বেতন তারা পান তার পুরোটাই ওই দায়িত্ব পালনকালীন সময়ে খাবার যাতায়াত ও আনুষঙ্গিক খাতে ব্যায় হয়ে যায়।

১৩ ইউনিয়নের মিরপুর উপজেলায় বর্তমানে ১২ জন দফাদার ও ১০৮ জন চৌকিদার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ২০ দলীয় জোটের অবরোধ ও হরতাল কর্মসুচীতে নাশকতার আশঙ্কায় ট্রেনলাইন ও পল্লী বিদ্যুতের সাব-ষ্টেশনে বিজিবি পুলিশের সতর্ক নজরদারীর পাশাপাশি গ্রাম পুলিশরাও দায়িত্ব পালন করছেন।

(কেকে/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test