E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দৌলতপুরের ইটভাটায় অবাধে কাঠ পোড়ানো

২০১৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:১৭:৩৯
দৌলতপুরের ইটভাটায় অবাধে কাঠ পোড়ানো

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুের ইটভাটা মালিকরা একাট্টা হয়ে স্থানীয় প্রশাসন ম্যানেজ করে তাদের ইটভাটায় কাঠ পুড়াচ্ছে। উপজেলার ইটভাটা মালিকদের ১৮ টি ইটভাটায় অবৈধভাবে প্রতিদিন বিপুল পরিমান কাঠের খড়ি পুড়ছে। সরকারি নিয়মনীতির কোন রকম তোয়াক্কা না করে ইটভাটায় কাঠ পোড়াচ্ছে বলে জানাগেছে।
এসকল ইটভাটাগুলো কৃষি জমিতে স্থাপন করার ফলে ব্যাপকহারে কমে গেছে ফসলের উৎপাদন। তাছাড়া ইটভাটা সংলগ্ন অন্যান্য জমির ফসল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ কৃষক।

বর্তমানে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় ১৮ টি ইটভাটা চালু আছে। দৌলতপুর উপজেলার ইটভাটা গুলো ঘনবসতি লোকালয়ে স্থাপন করায় স্থানীয়রা চর্মরোগ, হাঁপানী ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছে। ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের অবৈধ লেনদেনের মাধ্যমে ইটভাটা মালিকদের ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানাগেছে। এবং এর জ্বালানি হিসেবে কয়লা পোড়ানোর নিয়ম থাকলেও দৌলতপুর উপজেলায় তা কোন ভাবেই মানা হচ্ছেনা। অন্যদিকে সরকারি নির্দেশ মতে ড্রাম চিমনির ব্যবহার অবৈধ ঘোষণা করা হলেও এখানকার কয়েকজন ইটভাটা মালিক সরকারের এই নির্দেশ অমান্য করে ড্রাম চিমনি ব্যবহার করছে। খোদ দৌলতপুর উপজেলা পরিষদের এক কিলোমিটারের মধ্যে ২ টি ইটভাটায় ড্রাম চিমনির ব্যবহার করা হচ্ছে। দৌলতপুর উপজেলার ১৮ টি ইটভাটার মধ্যে ফিক্সড চিমনি রয়েছে ১৫ টি এর মধ্যে ১২ জনের ইটভাটার লাইসেন্স এর মেয়াদ ২ বছর আগে শেষ হয়ে গেলেও তা নবায়ন করা হয়নি বলে জানাগেছে। অন্যদের কোন লাইসেন্স নেই। দৌলতপুর সহ আশেপাশের বনজ সম্পদ উজাড় করে অবশেষে দেশের দক্ষিণ অঞ্চল থেকে প্রতিদিন ট্রাক ট্রাক খড়ি দৌলতপুরের এসব ইটভাটায় মজুদ করে তা পোড়ানো হচ্ছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমূল হক পাভেলের সাথে মঙ্গলবার কথা বলার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। একাধিক ইটভাটা মালিক জানান উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে আমাদের কাঠ পোড়াতে হচ্ছে। এর প্রমাণ মিলেছে গোয়ালগ্রামের ফাইভ ষ্টার ইটভাটা মালিক এর কথায়। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সম্প্রতি তার ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।
(জেএইচ/পিবি/ফেব্রুয়ারি ২৪,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test