E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি-জামায়াত’

২০১৫ মার্চ ০১ ১৪:২১:৩৩
‘লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি-জামায়াত’

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে সারাদেশে বোমা হামলা চালিয়ে অগনিত মানুষ পুড়িয়ে মারছে। তারা দেশের সাধারণ মানুষের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। বিএনপি-জামায়াতের কাছে সাধারণ মানুষ নিরাপদ নয়, কারণ তারা সব সময় সন্ত্রাস লালন পালন করে। বিএনপি-জামায়াত জোট তিন বার ক্ষমতায় গিয়ে দেশের ও জনগনের কল্যাণে কোন উন্নয়ন মুলক কাজ করে নাই। উন্নয়নের নামে লুটপাত করে নিজেদের দূর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে শিক্ষার উন্নয়নে তাদের তেমন কোন অর্জন ছিল না। তাই দেশে এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল অবরোধ দিয়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধংস করে দিতে চায়। কিন্তু সরকার কৌশলে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে পরীক্ষা গ্রহন করছে।

বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়ন ও শান্তির রাজনীতি করে। যার ফলে তিন পার্বত্য জেলাসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত জনসভায় ও পথসভায় প্রধান অতিথি’র বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নাইক্ষ্যংছড়িতে ২ দিনের সফরে গিয়ে এলজিইডি, জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় ৩০ কোটি ৫৭ লক্ষ টাকার বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন ২৭টি প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, মোঃ ইসমাইল, আওয়ামী নেতা আবু মুছা, উন্নয়ন কোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এজাজ মোরশেদ, বান্দরবান এলজিইডি’র নিবাহী প্রকৌশলী ক্যহ্লা খয় মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকতা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২৭টি উন্নয়ন মূলক কাজের মধ্যে কয়েকটি কানেকটিং সড়ক, বিদ্যালয়ের একাডেমিক ভবন, স্কুল ভবন, ব্রীজ, শিশু পার্ক ও বৌদ্ধ বিহার বিহারের উদ্বোধন এবং উপজেলা সদরে ১টি উপজাতীয় ছাত্রাবাস ও হাজী এম এ কালাম কলেজে ছাত্রীনিবাসের নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ ছাড়াও সোনাইছড়ি ও ঘুমধুম ইউনিয়নের গরীব দুস্থদের মাঝে সেলাই মেশিন, শীত বস্ত্র, ভিজিডি’র চাল বিতরণ করা হয়।
(এফবি/পিবি/মার্চ ০১,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test