E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ২৫০ জন দ্বৈত ভোটার সনাক্ত

২০১৫ মার্চ ০২ ১৩:০৩:২৮
শেরপুরে ২৫০ জন দ্বৈত ভোটার সনাক্ত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় ২৫০ জন দ্বৈত ভোটার সনাক্ত করেছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দেশের দুই জায়গায় ভোটার হওয়ায় তাদের চিহ্নিত করা হয়েছে। প্রথম পাতার পর এর মধ্যে শেরপুর পৌরসভায় ৩৪ জন, কুসুম্বী ইউনিয়নে ১৫ জন, গাড়ীদহ ইউনিয়নের ৫৫ জন, খামারকান্দি ইউনিয়নে ১০ জন, খানপুর ইউনিয়নে ১৪ জন, ভবানীপুর ইউনিয়নে ১৩ জন, মির্জাপুর ইউনিয়নে ১৭ জন, বিমালপুর ইউনিয়নে ১৭ জন, সুঘাট ইউনিয়নে ১৫ জন, সীমাবাড়ী ইউনিয়নে ২৫ জন ও শাহবন্দেগী ইউনিয়নে ৩৫ জন ভোটার রয়েছে যারা শেরপুর ছাড়াও দেশের অন্য এক জায়গায় ভোটার হিসাবে নাম অর্ন্তভুক্ত ও ছবি তুলেছে। নির্বাচন কমিশনের এএফআইএস ম্যাচিং এর মাধ্যমে তাদের সনাক্ত করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মো: আনিসুর রহমান জানান, প্রচলিত আইন অনুযায়ী প্রাপ্ত বয়স্ক ও ভোটার হবার যোগ্য নাগরিকেরা শুধুমাত্র দেশের যে কোন এক জায়গায় ভোটার হতে পারবে। দুই জায়গায় ভোটার হওয়া আইনগত বেআইনী। শেরপুরে সনাক্তকৃত ২৫০ জন ভোটারের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিদের্শনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
(এনএএম/পিবি/মার্চ ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test