E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ হার্ডিঞ্জ ব্রীজের শতবর্ষ

২০১৫ মার্চ ০৪ ১৩:০৫:১৬
আজ হার্ডিঞ্জ ব্রীজের শতবর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত হার্ডিঞ্জ ব্রীজের শতবর্ষ আজ। এই ব্রীজের ওয়ারেন্টি ও গ্যারান্টি শেষ হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। হার্ডিঞ্জ ব্রীজের ১০০ বছর অতিক্রম করায়  আজ দুপুর ২টার সময় হার্ডিঞ্জ ব্রীজের নিচে একাধিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে।

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ থেকে ১২৬ বছর আগে ১৮৮৯ সালে ব্রিটিশ সরকার ভারত উপমহাদেশের রেল যোগাযোগের ব্যাপকতা বৃদ্ধির লক্ষ্যে পদ্মা নদীর ওপর রেল সেতু নির্মানের পরিকল্পনা করে। বিশেষ করে ভারতের দার্জ্জিলিং ও ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে যাতায়াতের সুবিধার্থে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া ও পাবনা জেলার সীমারেখা পদ্মা নদীর ওপর ব্রীজ নির্মানের প্রক্রিয়া শুরু করে।
হার্ডিঞ্জ ব্রীজটি ১৯১২ সালে স্থাপন অনুযায়ী বর্তমান ২০১৫ সালে ১০০ বছর পার হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় তৎকালীন ব্রিটিশ সরকার ১০০ বছরের গ্যারান্টি দিয়েছিল যে, এ সময়ের মধ্যে ব্রীজটির কোন প্রকার পরিবর্তন ঘটবে না সত্যিই তেমন কোন পরিবর্তন ঘটেনি। আজ ব্রীজটির ১০০ বছর পার হলো।

(কেএইচ/পিবি/মার্চ ০৪,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test