E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধুনটে ভটভটি উল্টে স্কুলছাত্রী নিহত, বরসহ আহত ৫

২০১৫ মার্চ ০৫ ১৪:৫৫:৩৮
ধুনটে ভটভটি উল্টে স্কুলছাত্রী নিহত, বরসহ আহত ৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট-সিরাজগঞ্জ বাইপাস রোডে বর যাত্রীবাহী ভটভটি উল্টে খাদে পড়ে শামীমা আকতার (১৪) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। একই ঘটনায় বরসহ অন্তত ৫ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে ধুনট-সিরাজগঞ্জ রোডের মহিশামুড়া সেতুর নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা আকতার ধুনট উপজেলার এলাঙ্গা প্রামানিক পাড়ার শামসুল হকের মেয়ে এবং এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।

আহতরা হলেন, এলাঙ্গী গ্রামের ভুলু প্রামানিকের ছেলে মোশারফ হোসেন (২০), জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা খাতুন (২৪), বারুই প্রামানিকের ছেলে সাফের আলী (৬২), দেলোয়ার হোসেনের ছেলে আব্দুস ছামাদ (৬৫) ও তার মেয়ে রাবেয়া খাতুন (১২)।

স্থানীয়রা জানান, ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের ভুল প্রামানিকের ছেলে মোশারফ হোসেন (২০) বিয়ে করতে রওনা হন সিরাজগঞ্জের বয়রা গ্রামে। ওই ভটভটিতে বরসহ আরো ২০জন যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাই ভটভটি মহিশামুড়া সেতুর উপর উঠতে নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কমপক্ষে ৬জন আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে আহতের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রী শামীমা আকতার মারা যান। ঘটনার পর থেকে ভটভটি চালক পলাতক রয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে এবং ভটভটি চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।

(এএসবি/এএস/মার্চ ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test