E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উদীচীর সম্মেলনে বোমা হামলার ১৬ বছর

২০১৫ মার্চ ০৬ ১৪:০৫:৩২
উদীচীর সম্মেলনে বোমা হামলার ১৬ বছর

কুষ্টিয়া প্রতিনিধি : আজ শুক্রবার উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনে বোমা হামলা ঘটনার ১৬ বছর। ১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের সাংস্কৃতিক উনুষ্ঠানে বোমা হামলায় কুষ্টিয়ার ৩ সাংস্কৃতিক কর্মী রাম-রতন-শাহ আলমসহ ১০ জন নিহত হন, আহত হন প্রায় ২০০ জন। 

এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন কুষ্টিয়ার ৩ সাংস্কৃতিক কর্মী রাম-রতন-শাহ আলমের পরিবারসহ কুষ্টিয়ার সচেতন মহল।

সেই বোমা হামলায় আহত হন উদীচী শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক শিল্পী সমর রায়। এখনো বোমার স্প্লিন্টার হাতে এবং পায়ে বহন করে সাংস্কৃতিক অঙ্গনে ভূমিকা রেখে চলেছেন সমর রায়।

ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে সমর রায় জানান, ৩ দিনের অনুষ্ঠান, সেখানে দেশের বিভিন্ন উদীচী শাখার কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। সম্মেলনের শেষ দিন। তখন মঞ্চে মাগুরার এক শিল্পী গান করছিলেন। রাত ১ টা ১০ থেকে ১২ মিনিট, হঠাৎ মঞ্চের ডান পাশে বোমা বিস্ফোরিত হয়। চারিদিকে ধোয়ায় অন্ধকার। বোমার স্প্লিন্টার তার পায়ে লাগে। আহত হন সমর রায়। এর ৪-৫ মিনিট পর দ্বিতীয় বোমা বিস্ফোরিত হয়। আর এ ঘটনায় কুষ্টিয়ার শিল্পী রামকৃষ্ণ ঘটনাস্থলেই মারা যান। কুষ্টিয়ার আরেক শিল্পী শাহ আলমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেয়ার পথে মারা যান। ১১ দিন চিকিৎসাবস্থায় রতন ইহলোকের মায়া ত্যাগ করেন। সমর রায় ভয়াবহ ওই ঘটনায় দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় থাকেন বোমা হামলায় নিহত রামকৃষ্ণের পরিবার। রামকৃষ্ণের ভাই প্রদীপ কুমার রায়সহ পরিবারের লোকজন ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন।

কুষ্টিয়া শহরের এন এস রোডের আমলাপাড়ায় থাকেন বোমা হামলায় নিহত রতন বিশ্বাসের পরিবার। পরিবারের পক্ষ থেকে এ হত্যার বিচার দাবি করা হয়। কুষ্টিয়া শহরের চাউলের বর্ডার এলাকায় থাকেন শাহ আলমের পরিবার। একই দাবি তাদেরও। বাঙালী সংস্কৃতির শত্রু জঘন্যতম এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার দাবি করেছেন কুষ্টিয়ার সচেতন মহল।

কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেন, উদীচীসহ দেশে যতগুলো বোমা হামলা হয়েছে তার সব হামলার বিচার হওয়া উচিত। আগামীতে যাতে আর কোন বোমা হামলার ঘটনা না ঘটে, সে জন্য দোষিরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় সে দাবি জানান মেয়র আনোয়ার আলী।

উদীচী শিল্প গোষ্ঠী কুষ্টিয়া জেলা সংসদের সভাপতি এ্যাড. অনুপ কুমার নন্দী ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করে বলেন, উদীচীর মত এত বড় সাংস্কৃতিক সংগঠনের উপর বোমা হামলার মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র চালানো হয়েছিল। বাঙ্গালী সংস্কৃতির উপর উগ্রবাদীদের ন্যাক্কারজনক হামলার প্রতি চরম ঘৃণা এবং নিন্দা জানান।
এদিকে বোমা হামলায় নিহত কুষ্টিয়ার ৩ সাংস্কৃতিক কর্মীর স্মরণে কুষ্টিয়ার প্রধান সড়কে পৌরসভার নিজস্ব ফান্ড থেকে ২০০৮ সালের ৬ মার্চ রাম-রতন-শাহ আলম স্কয়ার বা স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়।

কুষ্টিয়া জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আজ রাম-রতন-শাহ আলম স্কয়ার স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

(কেকে/এএস/মার্চ ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test