E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্তু লারমার আগমন ঠেকাতে বান্দরবানে টানা ৩দিনের হরতাল

২০১৫ মার্চ ১০ ১৫:৫৬:৫৪
সন্তু লারমার আগমন ঠেকাতে বান্দরবানে টানা ৩দিনের হরতাল

বান্দরবান প্রতিনিধি : পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজী, অপহরণ, হত্যার প্রতিবাদে এবং সন্তু লারমার বান্দরবান আগমন ঠেকাতে  আগামীকাল বুধবার সকাল ৬টা হতে ১৩ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩ দিনের হরতাল ডেকেছে জাগো পার্বত্যবাসী নামে নতুন একটি সংগঠন।

সংবাদিক সম্মেলনে ১২-১৩ মার্চ ২দিন ৪৮ ঘন্টার হরতাল আহবান করলেও ১১ মার্চ সন্তু লারমা বান্দরবান সফরের সময়সূচী দেয়ায় বুধবার সকাল থেকে ৬০ ঘন্টার হরতালের ডাক দেয়া হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১২টায় বান্দরবান প্রেস ক্লাবের মিলনাতয়নে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন জাগো পার্বত্যবাসীর নেতৃবৃন্দরা। এদিকে বাঙ্গালীদের অন্যান্য সংগঠনগুলোও এই কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে হরতাল সফল করতে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, আগামীকাল বুধবার আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা ওরফে সন্তু লারমা বান্দরবান সফরে আসছেন। আগামী ১৩ মার্চ শহরের চিম্বুক সড়কের ফারুক পাড়ায় পাহাড়ী ছাত্র পরিষদের জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সন্তু লারমার এই আগমন ঠেকাতে ও সম্প্রীতির বান্দরবানে গত কয়েকমাস ধরে সন্ত্রাস, চাঁদাবাজী, অপহরন, হত্যার মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় তার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৩ দিনের হরতাল আহবান করে জাগো পার্বত্যবাসী। এ সময় জাগো পার্বত্যবাসীর নেতা আবিদুর রহিম, কামাল উদ্দিন, গোলাম সরোয়ার সোহাগ, আব্দুল জলিল, ইয়াসিন, শাহাদাত প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে জনসংহতি সমিতি ও জাগো পার্বত্যবাসী এই ২ পক্ষের কর্মসুচী বাস্তবায়ন নিয়ে জেলা শহরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

(এএফবি/এএস/মার্চ ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test