E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ

২০১৫ মার্চ ১০ ১৬:১৩:৩২
রায়পুরে মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাদকদ্রব্যসহ আটক করে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে পুলিশ আইনের ৩৪ ধারায় কোর্টে চালান দেওয়ায় অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।

আর এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পৌর শহরের নতুনবাজার এলাকায়। বিপুল পরিমান ইয়াবা গায়েব ও নগদ টাকার বিনিময়ে মাদক রাজ্যের বড় এ ব্যবসায়ীকে বাঁচিয়ে দেওয়ার অভিযোগে পুরো শহরজুড়ে আলোচনা সমালোচনায় তোলপাড় চলছে। এঘটনার আগের দিন রাতে শহরের ফিস হ্যাচারী এলাকা থেকে মাদক সেবনরত আবস্থায় চারজনকে হাতেনাতে আটক করেও তাদের ছেড়ে দেয় এস আই আক্তার নামে এক পুলিশ সদস্য। এসব ঘটনায় পুলিশের বিরুদ্ধে মোটা অংকের উৎকোচ বানিজ্যের অভিযোগ উঠেছে।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নতুন বাজার এলাকার মোঃ বাশার মিয়ার ছেলে রাসেল দীর্ঘ দিন যাবত প্রশাসেনর চোখে ফাঁকি দিয়ে মরণ নেশা ইয়াবা ও ফেনসিডিলের জমজমাট ব্যবসা করে আসছে। কিছুদিন আগে কুমিল্লা থেকে আসা বিপুল পরিমানের ফেনসিডিলের চালানসহ নিজ বাসা থেকে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সে। আদালত থেকে বেরিয়ে আবারো ব্যবসা শুরু করে সে। শহরের হাতেগোনা বড় ব্যবসায়ীদের অন্যতম রাসেলকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়েও একাধিকবার ব্যর্থ হয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ময়নাল সঙ্গীয় সোর্স নিয়ে নতুন বাজার এলাকা থেকে তাকে ইয়াবা সরবরাহের সময় হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে আটকের পর চিহ্নিত এ ইয়াবা ব্যবসায়ীকে থানা হাজতে নিয়ে আসা হলে একটি রাজনৈতিক দলের তদবিরবাজ ও দান্ধাবাজ কয়েকজন নেতাকর্মী তাকে ছাড়িয়ে নিতে জোর তদবির চালায়। পরিশেষে তাকে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে চালান দেয়ার দফারফা হয়। এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ীকে আটকের পর এভাবে কোর্টে সোপর্দ করায় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্রে জানা গেছে, রাসেল চিহ্নিত মাদক ব্যবসায়ী জানা সত্ত্বেও কতিপয় পুলিশের সাথে তার সখ্যতাও রয়েছে। এবং সেই পরিচয় বহন করেই সে মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে।
রায়পুর থানার ওসি মনজুরুল হক আকন্দ বলেন, রাসেল বড় ব্যবসায়ী আমার জানা নেই। আপনি থানায় আসুন বিস্তারিত বলব।

(পিকেআর/পিবি/মার্চ ১০,২০১৫)




পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test